অনুষ্ঠিত হল জমজমাট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

অনুষ্ঠিত হল জমজমাট মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

Share This
রেওয়া আর্ট অ্যান্ড কালচারের আয়োজনে ৬ নভেম্বর, সন্ধেয় সল্টলেক ওকাকুরা ভবনে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নব রবি কিরণ এর শিল্পীগোষ্ঠী আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রথম পর্বে তাদের নিবেদনে ছিল 'এসেছ প্রেম' নামে গান ও ভাষ্যপাঠের মেলবন্ধনে একটি বিশেষ উপস্থাপনা। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন অরিজিৎ মিত্র। ভাষ্যপাঠে ছিলেন বাচিকশিল্পী মৌনিতা এবং অরিজিৎ মিত্র। সঙ্গীতে দেবাদৃত চট্টোপাধ্যায়। কবিগুরুর কবিতা ও সঙ্গীতকে আশ্রয় করেই এদিন উপস্থাপিত হয় 'এসেছ প্রেম'। দেবাদৃতর কণ্ঠে আলাদা মাত্রা পায় 'আমি চঞ্চল হে', 'আমার নিশীথ রাতের বাদল ধারা',  'এই উদাসী হাওয়ার পথে পথে', 'আজি বিজন ঘরে' প্রমুখ গানগুলি। 
কন্ঠ মাধুর্য এবং ভাব গাম্ভীর্যে মৌনিতা এবং অরিজিৎ এর কন্ঠে শ্রুতিমধুর লাগে 'এক গাঁয়ে', 'অনন্ত প্রেম', আমি', 'বর্ষার দিনে' প্রমুখ কবিতার বাচিক উপস্থাপনা।
এদিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে, নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের শিল্পীদের নিবেদনে ছিল মুক্ত বিহঙ্গ এবং নব রবি কিরণ সঙ্গীত শিক্ষায়তানের ছাত্র-ছাত্রী নিবেদিত একটি সাঙ্গীতিক উপস্থাপনা। রেওয়া আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে, এদিনের অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সঙ্গীতশিল্পী মনিদীপা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মধুমিতা বসু।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages