দুর্গা পুজোয় বাংলা ব্যান্ড "হাজারমাইলস" এর নতুন গান - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

দুর্গা পুজোয় বাংলা ব্যান্ড "হাজারমাইলস" এর নতুন গান

Share This
ছয়জন ব্যান্ড মেম্বার মিলে তৈরি হয়েছে এই বাংলা ব্যান্ড 'হাজার মাইলস'। ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক সম্মান এবং ভালোবাসা নিয়ে প্রচুর অনুষ্ঠান পরিবেশনা করেছে এই ব্যান্ড। ২০১৮ সালে প্রথম পথ চলা শুরু হয় বাংলা ব্যান্ড 'হাজার মাইলস' এর।হাজার মাইলস' এর কর্ণধার নামি বাদ্যযন্ত্রশিল্পী drummer অরিন্দম বর্ধন(বাপ্পা)। এই ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন অরিন্দম বর্ধন(drummer), কৌশিক বর্ধন(bass guitarist), অভিজিৎ রায় চৌধুরী(keyboardist), সুব্রত ভট্টাচার্য্য(Lead Vocalist, Accoustic Guitarist), সুমিত মুখোপাধ্যায়(keyboardist), ডঃ অভিষেক মুখোপাধ্যায়(Lead Vocalist), অপরেশ(অপু)(Lead vocalist)।
ব্যান্ডের বিশিষ্ট সদস্য অরিন্দম বর্ধন জানান 'হাজার মাইলস' এর মূল বৈশিষ্ট্য  'folk, fusion ও বাংলা গান' গুলিকে আধুনিকতার ছোঁয়ায় একটু অন্যভাবে পরিবেশন করা ও অন্যতম ভোকালিস্ট ও গিটারিস্ট সুব্রত ভট্টাচার্য বলেন যে কোভিডের সময়ে কিছু নতুন বাংলা গান এর পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু নানান কারণে সেই গান গুলোর কাজ সম্পূর্ণ করা যায়নি। সদ্যই মুক্তি পেয়েছে  'সেই খেলাঘর' এবং 'চমকে উঠেই আমি দেখি' শিরোনামের দুইটি নতুন ব্যান্ডের গান।
ব্যান্ডের অন্যতম ভোকালিস্ট ডঃ অভিষেক মুখোপাধ্যায়ের কথায় 'চমকে উঠেই আমি দেখি' গানটি শ্রোতাদের মুগ্ধ করেছে এবং দ্বিতীয় গান 'হাজার মাইলস' এর অফিসিয়াল চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এই দুটি গান নিয়ে ব্যান্ডের প্রতিটি সদস্য খুবই আশাবাদী এবং আগত দুর্গাপূজায় গান দুটি তাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছেন।
গানদুটির সঙ্গীতায়োজন করেছেন দুইবাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুমনা সামন্ত মুখোপাধ্যায় ও 'সেই খেলাঘর' গানটিতে নিজের কন্ঠ দিয়েছেন। সুমনা আমাদের প্রতিবেদক কে জানান যে গানদুটির সাথে যুক্ত থাকতে পারে তিনি খুব ই আনন্দ পেয়েছেন এবং আগামীদিনে আরোও এমন কাজের মধ্যে দিয়ে নিজেকে মেলে ধরবেন।  দৃশ্যায়ণ পরিচালনা করেছেন দুই নামি ভিডিওগ্রাফার মৃণাল দেবনাথ ও ভাস্কর পাল এবং সহকারীবৃন্দ। বর্ধমান জেলার কিছু অপূর্ব জায়গায় গানদুটির মিউজিক ভিডিওর শুটিং  হয়েছে। আশা করি গানগুলো শ্রোতাবন্ধুদের মন জয় করবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages