অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩ - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

অশোক আখড়া এক ব্যায়াম মন্দির এর আয়োজনে কিং এন্ড কুইন অফ দ্য টেবিল- ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩

Share This
কলকাতা: কিং এন্ড কুইন অফ দ্য টেবিল এই শিরোনামে ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ-২০২৩ আয়োজিত হলো। আয়োজনে অশোক আখড়া এক ব্যায়াম মন্দির। গত ২ অক্টোবর গান্ধী জয়ন্তীর পূন্য লগ্নে বাগুইআটি অশ্বিনী নগরে সন্তোষ মল্লিক স্মৃতি সংঘে আয়োজিত হয়েছিল ওপেন আর্ম রেস্টলিং চ্যাম্পিয়নশিপ। আয়োজক বডিবিল্ডার ও অভিনেতা অশোকরাজ এর  মূল ভাবনা ছিল নিজের শক্তি প্রদর্শন করো। যাতে নারী ও শিশুরা শক্তিশালী হতে পারে এবং নিজের  সুরক্ষা যেন নিজেই দিতে পারে। এইদিনের অনুষ্ঠান মঞ্চে আর্ম রেস্টলিং এ মোট ৩৩ জন অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পুরুষ ২৫ জন মহিলা ৫ জন এবং শিশু ৩ জন।
প্রতিযোগীদের মধ্যে উৎসাহ ছিল নজরকাড়া। প্রতিটি ক্ষেত্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট খেলোয়াড় ব্যায়ামবীর বিমল কুমার চন্দ, এল্টন ম্যাকডরমট, অঞ্জন পাল এবং অভিষেক গুপ্তা।  প্রতিযোগীদের উৎসাহ দেন সন্তোষ মল্লিক স্মৃতি সঙ্ঘের সাধারণ সম্পাদক আশীষ সাহা। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আর্ম রেস্টলার ও অভিনেতা অশোকরাজ এর এই উদ্যোগ এক কথায় অভিনন্দন যোগ্য। তিনি যে ভাবে এই খেলাটিকে বাংলায় সার্বিক প্রচার ও প্রসারের কাজে নিজেকে নিয়োজিত করেছেন যা প্রশংসার দাবীরাখে। অশোকরাজ বলেন আমি অত্যন্ত খুশি যে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে নারী পুরুষ এবং শিশুরা যে ভাবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করছে আমি অভিভূত। আমি ধন্যবাদ জানাতে চাই সকলকে যারা আমাকে এই কর্মকান্ডে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages