কলকাতা: প্রতিটি বাঙালির কাছে সবচেয়ে বড়ো উৎসব দুর্গোৎসব। তাই দুর্গা পুজোর আগেই সাধারণত গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া মহিলাদের সাহায্যার্থে এবং তাদের আত্মনির্ভর করে তোলার উদ্দেশ্যে এক অভিনব প্রয়াস গ্রহণ করলো Harit Krishi Nidhi Limited।
এই সংস্থার উদ্যোগে সদ্যই কলকাতার টালিগঞ্জের হেড অফিসে হুগলী, মেদিনীপুর এবং সুন্দরবনের মহিলাদের প্রায় ২০ জন মহিলাকে তারা লোন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। কি কি থাকছে সুযোগ সুবিধা জেনে নিন হারিত কৃষি নিধি লিমিটেডের চেয়ারম্যান তুষার ভঞ্জের থেকেই।
No comments:
Post a Comment