কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ উৎসব - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে গণেশ উৎসব

Share This
কলকাতা: খাস কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরে পালিত হল গণেশ চতুর্থী। শিবরাম চক্রবর্তীর মেস বাড়ির পাড়া মুক্তারামবাবু স্ট্রিটে এই সুবিশাল সিদ্ধি বিনায়ক দেবস্থানম মন্দির, জমিদারি বাড়ির আদলে তৈরি এই বাড়িতে একদম মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরের মত করেই সারা বছর গণেশ পুজো হয়।সারা দিন ব্যাপী এই অনুষ্ঠানে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছিলেন প্রচুর মানুষ। তবে এই মন্দির তৈরির পিছনের ইতিহাসটিও বেশ তারিফ করার মতো।
শৈশবের দু'জন প্রিয় বন্ধু, রাধেশ্যাম আগারওয়াল এবং রাধেশ্যাম গোয়েনকা বড়বাজারের ২০০ বছরের পুরোনো মল্লিক কোঠি কেনেন, যেখান থেকে তাদের শিল্পের যাত্রা শুরু করে স্বপ্ন সত্যি হওয়ার পথ তৈরি করেন। আজকের ভারতে তাদের সংস্থাকে একডাকে সকলেই চেনেন। ব্যবসায় তাদের অভাবনীয় সাফল্যের কৃতজ্ঞতার একটি স্মারক হিসাবে শ্রী গণেশজি'র চরণে সমর্পন করেছেন এই মন্দির। ২০১৫ সালে, এই ভগ্নপ্রায় জমিদার বাড়ি কিনেছিলেন মল্লিক বাড়ি থেকে। স্থাপত্য একইরকম রেখে, তারা পুনর্গঠিত করেন। অনেক ইতিহাসবিদের মতে ব্রিটিশ আমলে কলকাতায় এই জমিদার বাড়ির একটি বিশেষ স্থান ছিল। স্রেফ স্থাপত্যের দিক থেকেও এই মন্দিরের গুরুত্ব অপরিসীম। প্রতিদিন এই মন্দির খোলা থেকে ভোর ৫:৪৫ থেকে দুপুর সাড়ে বারোটা আর বিকেলে সাড়ে চারটে থেকে রাত ৯ টা অবধি। বুধবার সারাদিন খোলা থাকে এই মন্দির।









No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages