রুপোলি পর্দায় 'এবার খেলা হবে' - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

রুপোলি পর্দায় 'এবার খেলা হবে'

Share This
শুক্রবার মুক্তি পেয়েছে মিরাজ ফিল্ম প্রোডাকশনের নতুন বাংলা ছবি  'এবার খেলা হবে'। নজরুল তীর্থে হয়ে গেল ছবির প্রিমিয়ার শো। এম,ডি দাউদ হোসেনের পরিচালনায় ছবি দেখতে উপস্থিত ছিলেন কলাকুশলীরা। ছবির সংগীত পরিচালনা করেছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। গান গেয়েছেন রিংকি মুখোপাধ্যায় এবং পাপিয়া। অভিনয় করেছেন সুনন্দিনী, দেবা, বোধিসত্ত্ব মজুমদার,সান্তনা বসু,অভীক ভট্টাচার্য সহ অন্যান্যরা। 
দেবীদাস পুরের স্বনামধন্য চিকিৎসক কমলেশ। গ্রামে কমলেশ পরিচিত পাঁচ টাকার ডাক্তার নামে। তার সংসারে রয়েছেন স্ত্রী সরস্বতী, একমাত্র কন্যা সাথী এবং পুত্র বিপ্লব। বিপ্লব গ্রামের একটি কলেজের ছাত্র। কলেজের প্রথম দিনই বিপ্লবের স্থানীয় এক মস্তান স্বপন চৌধুরীর মেয়ে রিয়ার সঙ্গে ঝগড়া হয়। রিয়া অবশ্য পরে নিজের ভুল বুঝতে পারে এবং বিপ্লবকে আপন করে নেয়। এর পর কী হল, তা জানতে হলে দেখতে হবে 'এবার খেলা হবে'।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages