কলকাতা: খেলা হবে ট্রেন্ডিংয়ে গা ভাসিয়ে আগামী ২২ শে সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে মেরাজ ফিল্মসের আপকামিং সিনেমা 'এবার খেলা হবে'। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।
এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মিরাজ এবং সুনন্দিনী। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবা, বোধিসত্ত্ব মজুমদার, সান্ত্বনা বসু,অভিক ভট্টাচার্য সহ অন্যান্যরা।
ছবির দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের সংগীত পরিচালনায় ছবির গান গেয়েছেন ফিনকি মুখোপাধ্যায়, শৌভিক কবি,সত্যতম চট্টোপাধ্যায় এবং পাপিয়া। ছবিতে দেখা যাবে, দেবীদাস পুর গ্রামের স্বনামধন্য চিকিৎসক কমলেশ।
গ্রামে কমলেশ পরিচিত পাঁচ টাকার ডাক্তার নামে। তার সংসারে রয়েছেন স্ত্রী সরস্বতী, একমাত্র কন্যা সাথী এবং পুত্র বিপ্লব। বিপ্লব গ্রামের একটি কলেজের ছাত্র।
কলেজের প্রথম দিনই বিপ্লবের স্থানীয় এক মস্তান স্বপন চৌধুরীর মেয়ে রিয়ার সঙ্গে ঝগড়া হয়। রিয়া অবশ্য পরে নিজের ভুল বুঝতে পারে এবং বিপ্লবকে আপন করে নেয়।
স্বপন চৌধুরী কিন্তু বিপ্লবকে ধমকে বলেন, ফের যদি সে কলেজে যায়, খুন করে দেবেন। এমন একটি বিষয়কে কেন্দ্র তৈরি হয়েছে দাউদ হোসেন পরিচালিত ছবি 'এবার খেলা হবে'।
No comments:
Post a Comment