'বাউল প্রেমিক' (৪র্থ সংস্করণ) এর বই প্রকাশনার উদযাপন অনুষ্ঠান - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

'বাউল প্রেমিক' (৪র্থ সংস্করণ) এর বই প্রকাশনার উদযাপন অনুষ্ঠান

Share This

সদ্যই সত্যজিৎ রায় অডিটোরিয়াম, আই সি সি আর, কলকাতার প্রেক্ষাগৃহে পার্বতী বাউলের উপস্থাপনায় প্রকাশিত হয়ে গেল শ্রী সনাতন বাউল দাস ঠাকুরের লেখা  'বাউল প্রেমিক'  গ্রন্থের চতুর্থ সংস্করণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউল সাধুগুরু, বিশিষ্ট লেখক সহ বিশেষ জ্ঞানীগুণীজনেরা।

উপস্থিত অতিথিদের বই সম্পর্কিত মতামত প্রকাশ এবং সাধু গুরুদের মহাজনী পদের মধ্য দিয়ে আমরা স্মরণ ও শ্রদ্ধা জ্ঞাপন করবো আমাদের পরম গুরু শ্রী সনাতন বাউল দাস ঠাকুর – এর মহৎ সৃষ্টি 'বাউল প্রেমিক' গ্রন্থের।অনুষ্ঠানের একটি অংশে শ্রী সনাতন বাউল দাস ঠাকুরের জীবন ও শিক্ষা নিয়ে উপস্থাপন করা হবে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র।

পার্বতী বাউল এবং অন্য বাউল সাধুগুরুরা তাঁদের মহাজনী পদের মধ্য দিয়ে তুলে ধরবেন এই গ্রন্থের গভীর তত্ত্ব।

 যারা বইটি সংগ্রহ করতে ইচ্ছা প্রকাশ করেছেন এবং ইচ্ছাপোষণ করেন তাদের সকলের জন্য অনুষ্ঠান শেষে পার্বতী বাউলের স্বাক্ষরিত বই সংগ্রহের থাকবে সুব্যবস্থা।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages