সরোবর যোগা ফ্রেন্ডসের পক্ষ থেকে আয়োজিত হয়ে গেল ওয়ার্ল্ড যোগা ডে। প্রত্যেকটি মানুষ যাতে শারীরিক ভাবে সুস্থ থাকে, ভালো থাকে সেই উদ্দেশ্যেই এই আয়োজন। সমস্ত অনুষ্ঠানটির আয়োজন করেন তাপস সাহা।
প্রায় বারো বছর ধরে এখানে যোগা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রথমে সদস্য সংখ্যা কম থাকলেও এখন দিনে দিনে বেড়েই চলেছে।
এখন সদস্য সংখ্যা প্রায় পঞ্চাশ জন। নিজেকে সুস্থ রাখতে আর ও অনেক ব্যক্তি যোগ দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছেন। জানালেন সরোবর যোগা ফ্রেন্ডসের বর্ষীয়ান সদস্য ঠাকুর দাস সাহা।
২০১৮ সালে সরোবর যোগা ফ্রেন্ডসে মাত্র কুড়ি জন সদস্য ছিল। এখন বেড়ে গিয়ে পঞ্চাশ ছুঁয়েছে। প্রত্যেকটি মানুষকে শারীরিক ভাবে সচেতন করতে এই প্রচেষ্টা। জানালেন আরও এক সদস্য।
No comments:
Post a Comment