কলকাতা: ১ জুন থেকে চিত্রকূট আর্ট গ্যালারিতে শুরু হয়েছে এক বিশেষ চিত্র প্রদর্শণী। প্রদর্শণীটি চলবে ১৫ জুন ২০২৩ পর্যন্ত। প্রদর্শণী ঘুরে দেখার সময়সীমা দুপুর ৩ টে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। প্রদর্শণী জুড়ে রয়েছে, বিখ্যাত চিত্রশিল্পী অরুণ গোস্বামীর একক ছবি।
অরুণ গোস্বামী প্রয়াত হবার পর, তাঁর আঁকা ছবি নিয়ে প্রদর্শণী, এই প্রথমবার আয়োজন করা হয়েছে। অরুণ গোস্বামী আঁকা ছবিতে যেকোনও স্বপ্নই বাস্তবরূপ পায়।
চিত্রকূট আর্ট গ্যালারির প্রদর্শনীটির সম্পূর্ণ বিষয়টি আয়োজন করেছেন, চিত্রকূট আর্ট গ্যালারির কর্ণধার প্রভাস কেজরিওয়াল এবং চারুলতার কর্ণধার আশাতীত হালদার।
এই চিত্র প্রদর্শনীটির বিশেষ আকর্ষণ হল, চিত্রপ্রেমীরা প্রদর্শনী ঘুরে ছবি দেখার পাশাপাশি শুনতে পাবেন, প্রভাস কেজরিওয়ালের বাঁশির সুর। যা প্রদর্শনীর মাত্রা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।
No comments:
Post a Comment