গরমে ঠান্ডার আমেজ আনতে শহরে 'ক্যাফে দার্জিলিং' - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

গরমে ঠান্ডার আমেজ আনতে শহরে 'ক্যাফে দার্জিলিং'

Share This
উদয় শংকর সরণীর ফিল্ম সার্ভিস স্টুডিও, এক সময় যেই বাড়িতে থাকতেন কিংবদন্তি নৃত্যশিল্পী স্বয়ং উদয় শংকর। এই বাড়িতে এখন যেমন ফিল্ম এডিটিং স্টুডিও, অডিও রেকর্ডিং স্টুডিও, ন্যাশনাল একাডেমী অফ ফটোগ্রাফি আছে, রয়েছে অরিন্দম গাঙ্গুলী ও খেয়ালী দস্তিদারের অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান। এইসব প্রতিষ্ঠানের মধ্যমণি হয়ে উদ্বোধন হলো অভিনব ক্যাফে 'ক্যাফে দার্জিলিং'। ক্যাফেতে মিলবে নানান রকমের অভিনব দার্জিলিং চা। 

কেবল চা নয় মিলবে নানা রকমের ইতালিয়ান থেকে কন্টিনেন্টাল নানা স্বাদের সুস্বাদু খাবারও। এই উপলক্ষে ন্যাশনাল একাডেমী অফ ফটোগ্রাফি সভ্যদের এক ফটোগ্রাফি প্রদর্শনীরও উদ্বোধন হলো এদিন। ২৮ মে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার লোকগানে অনুষ্ঠান জমালেন বীরভূমের গিরিশ দাস বাউল।

 ক্যাফের কর্ণধার রাজকল্যাণ রায় জানালেন, 'এমন এক সাংস্কৃতিক পরিমণ্ডলে এই ক্যাফেতে এখন সপ্তাহে তিন দিন বিভিন্ন ধরনের গান কবিতা আলাপচারিতায় মুখরিত থাকবে এই ক্যাফে। এই অনুষ্ঠানে অংশ নেবেন সব ধারার গানের শিল্পীরা। 

এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল একাডেমী অফ ফটোগ্রাফির কর্ণধার তথা স্বনামধন্য আলোকচিত্র শিল্পী মধু সরকার, সংগীতশিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, কাজী কামাল নাসের, মেহুলি ঠাকুর। সংগীতপরিচালক চন্দন রায়চৌধুরী, তবলাশিল্পী দীপঙ্কর আচার্য। বাচিকশিল্পী দেবাশিস বসু, অভিনেত্রী খেয়ালী দস্তিদার, চিত্র পরিচালক সৌভিক মিত্র, অরুণ রায় ও রাজিব মুখোপাধ্যায় প্রমুখ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages