কলকাতা: গরমের হাত থেকে নিজেকে সতেজ রাখতে হালকা রঙের ঢিলেঢালা পোশাকের জুড়ি মেলা ভার। গরমে আরামদায়ক পোশাকে নিজেকে সুস্থ, স্বাভাবিক এবং স্বাচ্ছন্দ্য রাখতে ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত লঞ্চ করলেন তাঁর এক্সক্লুসিভ সামার কালেকশন। নব প্রজন্মের ছেলে মেয়েদের পছন্দের কথা মাথায় রেখেই , পোশাক গুলি ডিজাইন করেছেন জন৷গরমের জন্য ঢিলেঢালা পোশাকই রেখেছেন জন। গরমে যাতে বেশিক্ষণ কাজ করলেও পোশাকটি বডির সঙ্গে যাতে এঁটে না যায় এবং কিছুটা স্বস্তি পাওয়া যায়, সেই জন্য হালকা রঙের পোশাক রাখা হয়েছে জনের নতুন কালেকশন গুলিতে। কটন এবং লিনেনের পোশাককেই প্রাধান্য দেওয়া হয়েছে। এই পোশাক গুলোর বিশেষত্ব হল হ্যান্ড প্রিন্টিং এর কাজ রয়েছে।এছাড়া ও পোশাক গুলিতে রয়েছে, কাঁথা স্টিচ, টাই এন ডাইয়ের ব্যবহারও। তাহলে আর দেরি কেন! সুন্দর এবং আরামদায়ক পোশাকে যারা নিজেকে উপস্থাপন করতে চান, তাদের জন্যই তৈরি হয়েছে জনের সামার কালেকশন ২০২৩ এর পোশাক গুলি। মাহি দেবনাথের মেকআপ এবং হেয়ারস্টাইলে, জনের তৈরি এই পোশাক গুলি পড়েছেন পৌলমী ভৌমিক এবং অর্চিত রায়।
Post Top Ad
Responsive Ads Here

শহরে লঞ্চ হয়ে গেল, জন সেনগুপ্তের সামার কালেকশন ২০২৩
Share This
Tags
# Lifestyle
Share This

About Life of Calcutta
Lifestyle
Tags
Lifestyle
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Life of Calcutta
1 of the Entertainment Website of the Calcutta
No comments:
Post a Comment