বেঙ্গল ফ্লিম লিট ফেস্টিভ্যাল - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

বেঙ্গল ফ্লিম লিট ফেস্টিভ্যাল

Share This
পায়েল পাল প্রোডাকশনের আয়োজনে হয়ে গেল বেঙ্গল ফ্লিম লিট ফেস্টিভ্যাল। সম্ভত প্রথমবার সাহিত্য ও সিনেমাকে এক সেতুতে বাঁধার চেষ্টা করছেন পায়েল পাল প্রোডাকশনের কর্ণধার পায়েল। প্রাক বাংলা নববর্ষের আগে সিনেমা ও সাহিত্যপ্রেমীদের মনে অন্যমাত্রা যোগ করেছে বলা চলে। 
এদিন সন্ধ্যায় ন্যাশনাল চলচ্চিত্র পরিচালক নীলাক্ষী সেনগুপ্তের "মিটিং ইন দ্যা মাউন্টেইন" স্পেশাল স্ক্রিনিং করা হয়। এছাড়াও পিউষ চ্যাটার্জী ডেবিউ সিনেমা "ফোবিয়া" স্ক্রীনিং করা হয় এবং অরিজিৎ এর ছবি "জন্মান্তর" ও প্রসেনজিৎ দাসের সিনেমা "আলোয় ফেরা"র টিসার প্রকাশ করা হয়।
এদিন সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল কার্টুনিস্ট উদয় শঙ্কর গাঙ্গুলি।এছাড়াও উপস্থিত ছিলেন লেখিকা রূপালী সরকার, মডেল কৃষ্ণা, সিঞ্জিতা, রিক্তা, মমতা, সৌম্যশ্রী, অভিনেত্রী শ্রেয়া সরকার, অভিনেতা অচ্যুত চ্যাটার্জী সহ অনেকেই।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages