কলকাতা: ৬ ই ফেব্রুয়ারি সোমবার ছিল সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯২ তম মৃত্যুদিন। প্রয়াত এই সংগীতশিল্পীকে শ্রদ্ধা নিবেদন করে সদ্যই প্রেসক্লাবে প্রকাশ পেল বিশ্বজিৎ মণ্ডলের নতুন হিন্দি গান 'মেরি লতা মা'।গানের কথা এবং সুর বিশ্বজিতের নিজেরই।শিল্পীকে উৎসাহ দিতে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সিধু ,জেনিভা রায় এবং লতা মঙ্গেশকরের স্নেহধন্যা শিল্পী হৈমন্তী শুক্লা।গান প্রকাশ অনুষ্ঠানে এসে লতার স্মৃতিকে স্মরণ করে কিছুটা নস্টালজিক হয়ে পড়লেন হৈমন্তী শুক্লা।
শিল্পীর জন্মদিনে নতুন গানটি প্রকাশ পাওয়ায় খুশি তিনি।লতার গানের সাধনা করেই সংগীত জীবন শুরু করেছিলেন জেনিভা রায়।তাই কিংবদন্তি এই শিল্পীকেই গুরু হিসেবে মনে করেন,জানালেন জেনিভা রায়।'মেরি লতা মা' বিশ্বজিৎ মণ্ডলের এই নতুন হিন্দি গানটি নিয়ে বেশ এক্সাইটেড সিধু।
No comments:
Post a Comment