এন আর এসের ১৫০ বছর সেলিব্রেশন - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

এন আর এসের ১৫০ বছর সেলিব্রেশন

Share This

কলকাতা: শিয়ালদহ মিউনিসিপাল মার্কেট হাসপাতালকে ক্যাম্পবেল মেডিকেল স্কুলে রূপান্তরিত করা হয় ১৮৭৪ সালে। ১৯৪৮ সালে এটি ক্যাম্পবেল মেডিক্যাল স্কুল ও কলেজে পরিণত হয় এবং স্বাধীনতার পর ১৯৫০ এ হাসপাতালটিকে বাংলা তথা ভারতের গর্ব অন্যতম উজ্বল তারকা চিকিৎসক ও কলেজের প্রাক্তন কৃতি ছাত্র স্যার নীলরতন সরকারের নামে নামাংকিত করা হয়। সেদিন যে চারাগাছটি রোপিত হয়েছিল দেড়শ বছরের দীর্ঘ পথ পেরিয়ে আজ সেটি দেশের অন্যতম প্রধানসারির মেডিক্যাল কলেজ হিসাবে নীলরতন সরকার মেডিক্যাল স্কুল ও কলেজএর মতো মহিরুহে পরিণত হয়েছে। এই ২০২৩এ চলছে এই প্রতিষ্ঠানের সার্ধশত বার্ষিকী উদযাপন।

বর্তমানে এনআরএস মেডিক্যাল কলেজের প্রায় সাঁইত্রিশটি বিভাগে এমবিবিএসে ২৫০ জন ও এম ডি ও এমএসে প্রায় ১২২ জন ছাত্র পড়াশোনা করতে পারে। ডিএম ও এমসিএইচ কোর্সে আসন রয়েছে যথাক্রমে ১৬ ও ১৫টি। ১৯২০ শয্যার এই হাসপাতালে শুধু বর্হি বিভাগেই প্রতিদিন গড়ে প্রায় চার হাজার সাতশ মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দেখাতে আসেন। বিশাল এই কর্মযজ্ঞে দিন রাত চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা মানুষের সেবা করে চলেছেন।সারা বছর ধরেই চলছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সার্ধশত বার্ষিকি উদযাপন। এরই মধ্যে আগামী ১০ থেকে ১২ই ফেব্রুয়ারি এন আর এস মেডিক্যাল স্কুল ও কলেজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ১৫০ বছর উদযাপন কমিটির উদ্যোগে একটি অনুষ্ঠান হতে চলেছে। দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখার প্রাক্তন ছাত্রছাত্রীরা।

দশ তারিখের মূল অনুষ্ঠান ছাড়াও এই তিনদিনের বিভিন্ন সায়েন্টিফিক সেশন ও ওয়ার্কশপে তাঁরা যোগদান করে অভিজ্ঞতা ও মত বিনিময় করবেন।এদিন এনআরএস মেডিকেল কলেজের প্রাক্তনীদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরভ দত্ত,দ্বৈপায়ন মুখার্জী,অমিত দাস,সুজয় ঘোষ প্রমুখ।



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages