কলকাতা: সদ্যই লঞ্চ হয়ে গেল ফ্যাশন ডিজাইনার ইরানি মিত্রের নতুন বছরের ক্যালেন্ডার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবিকা মুখোপাধ্যায়,নীলাঞ্জনা মজুমদার,ওম প্রকাশ লাদাখ, ডাক্তার পার্থ হালদার। ১২ মাসের ১২ টি পাতায় ইরানির যে মডেলরা স্থান পেয়েছে,তারা হলেন জয়শ্রী মজুমদার, অনামিকা চৌধুরী, আরতি শীল, কাহিনী ভট্টাচার্য, মহুয়া রায় দাস, সিদ্ধার্থ সহেল, সম্ভু সব, রেহান কবি।সামনেই বাংলার নতুন বছর আসছে। সেই প্রসঙ্গে ইরানি মিত্র জানালেন,বাংলার নতুন বছরের তার আকর্ষণ হলো বাংলার ডাইরি কাম পাজি। তাতে থাকবে তার ডিজাইন করা বাংলার পোশাক।
মডেলিংয়ের জন্য নতুন ছেলে মেয়েদের তিনি সবসময সুযোগ দেন।এছাড়া ও তার পোশাকে মডেল হয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত,রাহুল,ইন্দ্রানী হালদার, দেবিকা মুখোপাধ্যায়,পরিচালক রেশমি মিত্র সহ অন্যান্যরা। ক্যালন্ডারের প্রতিটা পাতায় থাকছে বুটিকের কিউবার কোড। ইরানির পোশাক যদি কেউ কিনতে চান,তাহলে তাঁকে কিউবার কোড দিয়ে স্ক্যান করে পেমেন্ট করতে হবে।স্টুডিওতে না এসেও সেই পোশাকটা পৌঁছে যাবে গ্রাহকের বাড়িতে।
No comments:
Post a Comment