Furrfolks এবং প্রভা খৈতান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পোষ্যদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

Furrfolks এবং প্রভা খৈতান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পোষ্যদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ

Share This
কলকাতা: সদ্যই Furrfolks এবং প্রভা খৈতান ফাউন্ডেশন যৌথভাবে করুণা নামে একটি উদ্যোগ গ্রহণ করেছে।এদিন এই দুই সংস্থা ক্যাফেতে 'অ্যাডপ্ট-এ-পেট' নামে  এক দত্তক শিবিরের আয়োজন করে।Furrfolks হল কলকাতা ভিত্তিক একটি যুব সংগঠন। যারা বিপদগামী প্রাণীদের কল্যাণে কাজ করে চলেছে পাঁচ বছরেরও বেশি সময় ধরে।যাতে পোষ্য প্রাণীরা একটি প্রেমময় শান্তির আশ্রয়স্থল খুঁজে পায়।   অ্যাডপ্ট-এ-পেট এটি ছিল 'Furrfolks' এর তৃতীয় অধ্যায়।এই উদ্যোগ নিঃসন্দেহে দত্তক-পোষ্য প্রাণীদের একটি নতুন আশ্রয় খুঁজে দেবে এবং তাদের বিকাশে সহায়তা করবে। কুকুরছানা এবং বিড়ালছানাদের উদ্ধার করা তাদের টিকাকরণ,দত্তক নেওয়া, পোষ্যদের নতুন আশ্রয় খুঁজে দেওয়া এই সব দায়িত্ব দীর্ঘ দিন ধরে খুব যত্ন সহকারে পালন করে চলেছে Furrfolks এবং এই মহৎ সামাজিক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রভা খৈতান ফাউন্ডেশন। 
পোষ্য দত্তক নেওয়ার এই কর্মসূচির মধ্যে যেমনি ছিল দত্তক নেওয়ার প্রক্রিয়া অন্য দিকে ছিল পোষ্যদের টিকাকরণের ব্যবস্থাও।প্রভা খৈতান ফাউন্ডেশনের এর পক্ষ থেকে ব্র্যান্ডিং এবং কমিউনিকেশন চিফ মনীষা জৈন জানান, 'আমরা এই বছর Furrfolks-এর সাথে তাদের ' তৃতীয় অধ্যায়ে হাত মেলাতে পেরে খুবই আনন্দিত কারণ আমরা শুধু পোষা প্রাণী দত্তক নেওয়ার বিষয়ে সচেতনতা আনতে চাই তাই নয়, একই সঙ্গে শত শত গৃহহীন পোষ্য প্রাণীর জীবন বাঁচাতে সক্ষম হব।"
Furrfolks এর কো ফাউন্ডার রুমেলা মিত্র জানালেন,  এটি  'অ্যাডপ্ট-এ-পেট' এর থার্ড চ্যাপ্টার।এর আগে আরো দুটো চ্যাপ্টার আমরা সম্পন্ন করেছি।এই ক্যাম্পটা আরো প্রয়োজনীয় ছিল কারণ মানুষরা হাইব্রিডস ডগ চায় কিন্তু ভারতীয় কুকুররা প্রতিদিন অনেক বেশি স্ট্রাগল করে।আমরা ওদের সেভাবে যত্ন নিই না। আমাদের সংস্থায় অনেক ইন্ডি ব্রিডস আছে যাতে করে এদের গ্রহণযোগ্যতা বাড়ে ভারতীয় পোষ্য দত্তক হিসেবে।আমরা বিড়ালছানাও দত্তক দিয়ে থাকি।তবে পোষ্য হিসেবে কুকুরছানা থেকে বিড়াল ছানাদের গ্রহণযোগ্যতা একটু কম। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই আমাদের এই উদ্যোগ। যাতে করে আমরা আমাদের পরিবারে আরও বেশি করে এই ভারতীয় কুকুর ও বেড়াল ছানাদের গ্রহণ করতে পারি।  ফলে ওরাও নতুন বাড়ি, আশ্রয় খুঁজে পাবে। মোট তিনটি পদ্ধতি ভারতীয় পোষ্যদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।স্টেরিলাইজেশন, ভ্যাক্সিনেশন এবং দত্তক। যাতে করে তারা বাইরের পরিবেশে থাকলেও সুস্থ ভাবে থাকতে পারে। বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচানোর জন্যই ওদেরকে দত্তক নেওয়ার এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি।এই ক্যাম্পে মোট ১২ টি কুকুর ছানা এবং ১২ বিড়াল ছানা ছিল। যাদের সবারই টিকা দেওয়া রয়েছে'।এদিন এই পোষ্য দত্তক অনুষ্ঠানে একজন পশু প্রেমী হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
https://fb.watch/hXfsvYdrma/

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages