অনুরাগীদের খবরের সন্ধান দিতে সৌরভ চক্রবর্তীর বই প্রকাশ 'খবর আছে' - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

অনুরাগীদের খবরের সন্ধান দিতে সৌরভ চক্রবর্তীর বই প্রকাশ 'খবর আছে'

Share This
কলকাতা: অভিনেতা- পরিচালকের পাশাপাশি একজন সুলেখক হলেন সৌরভ চক্রবর্তী।তিনি মাঝে মধ্যেই টুকরো টুকরো কবিতা লিখে অনুরাগীদের আবৃত্তি করে শোনান।এবার সেই সমস্ত কবিতা নিয়েই তিনি লিখে ফেললেন নতুন কবিতার বই 'খবর আছে'।মায়ের হাত ধরেই প্রকাশ্যে এল অভিনেতার নতুন এই কবিতার বই।
সোশ্যাল মিডিয়ায় বই প্রকাশের ছবি শেয়ার করে সৌরভ লিখেছেন,'বাবা থাকলে সব থেকে খুশী হতেন। মাকেও বেশ নার্ভাস লাগছিল। আমার প্রথম কবিতার বই যখন বেরোয়, তখন আমি হাফ প্যান্ট। তারপর থেকে এতগুলো বছর। পৃথিবীর এত এত ঘুরপাক, কোটি কোটি মুহূর্ত; এই সবের ভিড়ে তুচ্ছ জীবনের নগন্য কিছু খবর যা কোনোদিন 'ব্রেকিং নিউজ' হয় না তারই হদিশ থাকল এই বইতে, 'খবর আছে'।
নতুন বইয়ের চেনা গন্ধটা নাকে লাগার পর আমিও কিন্তু কম নার্ভাস হইনি। হাত থেকে হাত থেকে হৃদয়।যাত্রাপথ মসৃণ হোক। ছবি বা পরিচালনার প্রচারে কী কী বলতে হয় আমি জানি। কিন্তু এই বিষয়ে আমি অনভ্যস্ত। ক্লাস ৫-এ প্রথম আমার কবিতার বই বেরিয়েছিল। এক ফোঁটা সুখ। এরপরে, ক্লাস সেভেন আর ক্লাস ৯-এ আরও ১টি ১টি করে বই বেরিয়েছিল। ছোট থেকেই কবিতা লেখার সখ আমার। 
'খবর আছে'-ও যে খুব একটা ভেবে চিন্তে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া তা নয়। মা ছোটবেলায় আমায় গল্প আর কবিতা পড়ে শোনাতেন। সেই থেকেই ভাল লাগার শুরু। পরবর্তীকালে থিয়েটার, অভিনয়, পরিচালনা এই সবের ভিড়েও সবসময় লেখাটা বজায় রাখার চেষ্টা করেছি। করোনা পরিস্থিতির সময় প্রথম ছোট ছোট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি। সেটা এত মানুষের ভাল লাগবে ভাবতে পারিনি। সেই এলোমেলো কবিতা গুলোই 'খবর আছে' হিসেবে প্রকাশিত হয়েছে।' 
        

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages