নববর্ষে দর্শকদের উপহার 'আশা - মহেন্দ্র - বিনোদিনী'র কেমিস্ট্রি - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

নববর্ষে দর্শকদের উপহার 'আশা - মহেন্দ্র - বিনোদিনী'র কেমিস্ট্রি

Share This
 
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস 'চোখের বালি'কে এবার দেখা যাবে অন্য ধারায়।ছোটপর্দা অথবা বড়পর্দাতে নয়,দর্শকরা 'আশা - মহেন্দ্র - বিনোদিনী'র কেমিস্ট্রিকে এবার দেখতে পাবেন নাট্যমঞ্চে।নাটকটি দেখা যাবে চলতি বছরের বাংলা নববর্ষে।নাটকে বিনোদিনীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'রসগোল্লা' ছবির নায়িকা অবন্তিকাকে।মহেন্দ্রের চরিত্রে অভিনয় করছেন শুভঙ্কর।তৃপর্ণাকে দেখা যাবে "আশালতা" র চরিত্রে,দেবাশীষ অভিনয় করছেন বিহারির চরিত্রে।এখন থেকেই শুরু হয়েছে নাটকের কর্মশালা।
নির্মুখ এর প্রযোজনায়,আকাশ গলুই এর নির্দেশনায় এই প্রথম "চোখের বালি" মঞ্চস্থ হবে।নির্দেশক আকাশ গলুইয়ের মতে,এই নাটকটি নিয়ে খুবই আশাবাদী তিনি।এটা তার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ।এই উপন্যাসের চরিত্র গুলোকে দর্শকদের সামনে উপস্থাপন করা একটা বড় চ্যালেঞ্জ ছিল তাঁর কাছে।বাঙালির কাছে নববর্ষের এর থেকে বড় উপহার কিছু হতে পারে না।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages