কলকাতা: শীতের আমেজ উপভোগ করতে না করতেই অনেকে বন্ধু-বান্ধব অথবা আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে বেড়াতে পড়েন দূর-দূরান্তে।তখন আড্ডার পাশাপাশি চলতে থাকে দেদার খাওয়া-দাওয়া।বাঙালি মাত্রই ভোজন রসিক।তাই বেড়াতে বেরিয়ে জমিয়ে ভুরিভোজ না হলে আনন্দটাই যে নষ্ট।তাই খাদ্য রসিক বাঙালিদের জন্য এবার শুরু হয়ে গেল হ্যাংলা জংশনের উদ্যোগে চার দিন ব্যাপী ফুড ফেস্টিভ্যাল ।
ট্রাঙ্গুলার পার্কে শুরু হওয়া এই ফুড ফেস্টিভ্যালটি চলবে ২৬ শে জানুয়ারি থেকে ২৯ শে জানুয়ারি সকাল ১১.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।সলিউশন মাইক্রো এর কর্ণধার অভিষেক রায়,ওয়ার্ল্ড ওয়াইড কর্ণধার সুমিত চ্যাটার্জি ও ক্রিয়েশন ক্রপ এর কর্ণধার মলয় নায়েক যৌথ উদ্যোগে বৃহস্পতিবার ২৬ শে জানুয়ারি এই হ্যাংলা জংশন ফুড ফেস্টিভালের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হল।উদ্বোধনী নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেস্টিভ্যালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ।এছাড়া ও এদিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার, ভারত সেবাশ্রম সঙ্ঘের অধ্যক্ষ,মিডিয়া পার্টনার Hullor24x7 এর কর্নধার অভিষেক দাশগুপ্ত সহ সমাজের আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
No comments:
Post a Comment