কলকাতা:সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, 'গানের ভিতর দিয়ে'র প্রথম বছরের কল্পনাতীত সাফল্যের পর অনুষ্ঠিত হতে চলেছে গানের ভিতর দিয়ে সিজন ২। আয়োজনে নব রবি কিরণ এবং নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তন। ৩ ডিসেম্বর সন্ধেয় নালন্দা ভবনে তারই শুভ সূচনা হলো এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এদিন জানা যায়, প্রতিযোগিতায় তিনটি বিভাগ থাকবে। উন্মেষ (১০ থেকে ১৪ বছর), বিকাশ (১৫ থেকে ১৮ বছর) এবং ঐশ্বর্য (১৯ বছর ও তার উর্ধ্বে)। প্রতি বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পাবেন যথাক্রমে ১২, ৮ ও ৫ হাজার টাকা।এছাড়াও বিজয়ীরা নব নালন্দার রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের সুযোগ পাবেন।প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে নব রবি কিরণের ইউটিউব চ্যানেলে একটি করে মিউজিক ভিডিও করার চুক্তি এবং নগদ পুরস্কার।প্রতিযোগিতার প্রাক-প্রাথমিক পর্যায় অনুষ্ঠিত হবে অনলাইনে।দ্বিতীয় পর্যায় অফলাইনে এবং তৃতীয় ও চূড়ান্ত পর্যায় অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৬ এপ্রিল, মধুসূদন মঞ্চে। প্রতিযোগিতার জন্য যে নিয়মাবলী রাখা হয়েছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। অনলাইন (www.nrkevents.com) এবং অফলাইনে গানের ভিতর দিয়ে দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতার আবেদনপত্র পাওয়া যাচ্ছে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি ২০২৩। আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর একটি ভিডিও (সময়সীমা সর্বোচ্চ চার মিনিট) অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৩। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে নব রবি কিরণ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে (www.nrkevents.com)। নব রবি কিরণ এর কর্ণধার এবং নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র জানালেন, 'আমাদের সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে রয়েছেন রবীন্দ্রনাথ। তাই ঘুরে ফিরে তার কাছে আসতেই হয়। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয়েছে বর্তমান প্রজন্ম সেভাবে রবীন্দ্রনাথের গান শুনছে না। দ্বিতীয়ত যেটা মনে হয়েছে, গ্রামে-গঞ্জে অনেক প্রতিভা লুকিয়ে থাকে যারা নিজেদেরকে সেভাবে মেলে ধরার সুযোগ পায় না। তাই গত বছর থেকে আমরা ঠিক করলাম সারা বাংলা রবীন্দ্র সংগীত প্রতিযোগিতার আয়োজন করব। যা শুধুমাত্র কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে যাবে সারা জেলায়। শুধু তাই নয় গত বছর আমরা বেশ সাড়া পেয়েছি। তাই জন্যই আমরা এবছর সারা বাংলা রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা, গানের ভিতর দিয়ে সিজন ২ শুরু করেছি'।এদিন গানের ভিতর দিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় বর্ষের শুভ সূচনায় উপস্থিত ছিলেন অপালা বসু, শ্রাবণী সেন, অলকানন্দা রায়, চন্দ্রাবলি রুদ্র দত্ত, মনোজ মুরলি নায়ার, মনীষা মুরলি নায়ার, বিপ্লব মণ্ডল, প্রবুদ্ধ রাহা, রাজশ্রী ভট্টাচার্য, সুতপা বন্দ্যোপাধ্যায়, অদিতি গুপ্ত, দেবাশিষ কুমার,অরিত্র দাশগুপ্ত, প্রিয়াঙ্গী লাহিড়ী, রঞ্জিনী মুখোপাধ্যায় প্রমুখ।
Post Top Ad
Responsive Ads Here

রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা
Share This
Tags
# Entertainment
Share This

About Life of Calcutta
Entertainment
Tags
Entertainment
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Life of Calcutta
1 of the Entertainment Website of the Calcutta
No comments:
Post a Comment