প্রয়াত ডঃ অর্চনা দাসের চিত্র প্রদর্শনী - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

প্রয়াত ডঃ অর্চনা দাসের চিত্র প্রদর্শনী

Share This
কলকাতা:শুরু হতে চলেছে চিত্রশিল্পী প্রয়াত ডঃ অর্চনা দাসের চিত্র প্রদর্শনী,চলবে এক মাস ব্যাপী।অর্চনা এন্ড বিমান বি দাস ফাউন্ডেশন ফর আর্ট এন্ড কালচার সংস্থার কর্ণধার প্রাক্তন অধ্যক্ষ গভর্মেন্ট কলেজ অফ আর্ট এন্ড ক্রাফট কলকাতা,বর্তমানে অল ইন্ডিয়া ফাইন আর্টস এন্ড ক্রাফট ও ভাস্কর ভবন অ্যাডমিনিস্ট্রেশন মেইন্টেনেন্স ট্রাস্ট উভয়েরই চেয়ারম্যান প্রফেসর বিমান বিহারী দাস (পদ্মশ্রী) তার প্রয়াত স্ত্রী বিশিষ্ট চিত্রশিল্পী ও লেখিকা ডঃ অর্চনা দাস (Ph.D Anthropology) এর ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৪ঠা নভেম্বর ২০২২ থেকে এক মাস ব্যাপী নিউ গড়িয়া কো-অপারেটিভ হাউসিং সোসাইটি ব্লক F-17 এ তার স্ত্রীর কিছু আঁকা ছবির এক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন।সল্টলেক সৃজন গ্রুপ অফ কন্টেমপোরারি আর্টিস্টস,কলকাতা (Salt lake sreejan group of contemporary Artist s, Kolkata,) সম্পাদক চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও সহ-সম্পাদক চিত্রশিল্পী রাজিব শুর রায় এর বিশেষ সহযোগিতায়। প্রফেসর বিমান বিহারী দাস জানান,৪ ঠা  নভেম্বর তার স্ত্রীর জন্মদিনের দিন তিনি চিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধনে তার নিজের হাতে তৈরী তার স্ত্রীর ব্রোঞ্জ ধাতুর  আবক্ষ মূর্তির শুভ উদ্বোধন করবেন, ওই দিন আগত বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে। এরপর তিনি এও জানান ভবিষ্যতে তার স্ত্রী অপ্রকাশিত কিছু কবিতার বই ও প্রকাশ করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages