আটচাল বলাকার গান - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

আটচাল বলাকার গান

Share This
কলকাতার এক অভিজাত ক্লাবে সদ্যই মুক্তি পেল সঙ্গীত শিল্পী বলাকা সেনের আটচাল বলাকার গান।লাল মাটির দেশ বাঁকুড়া।তার আকাশে বাতাসে সুরের ঢেউ খেলে যায়।ছোট থেকেই সেই সুরের রামধনুতে ডুবয়ান দিয়েছেন রাঢ় বাংলার ভূমিকন্যা বলাকা।ছোটোবেলা থেকেই বাড়িতে সংগীতের আবহে বেড়ে ওঠা। পরবর্তী কালে বহু খ্যাতনামা শিল্পীদের সান্নিধ্যে সংগীতের তালিম।বাঁকুড়া জেলাধারে লোকসংগীতে প্রথমা হওয়ার পর সূরের পাখনায় ভর দিয়ে এগিয়ে চলার স্বপ্ন দেখার শুরু।
যে সুরের আগুন লাগিয়ে দিলেন বলাকা তার প্রানে সেই সুরের আগুনের পরশমনি দিয়ে মালা গাঁথা চলছে নিরবার। একের পর এক লোকসংগীতের অ্যালবামে নিজের সুকণ্ঠের উজ্জল সাক্ষর রেখে সূরের পথ বেয়ে হাঁটছেন তিনি- সে পথের দু-ধারে অসংখ্য গুনমুগ্ধ শ্রোতা আর সংগীত প্রেমীদের ভীড়।সুরের আকাশে শুকতারা হয়ে থাকার নেশা বলাকা সেন এর।এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত জগতের এক উজ্বল ব্যক্তিত্ব স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত।সব মিলিয়ে হাজার তারার আলোয় ঝলমলিয়ে উঠেছিল সুরের আকাশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages