কলকাতাঃ মূলত সমাজের গুরুত্বপূর্ণ শক্তির আধার নারী, তাদের ক্ষমতা এবং শক্তিকে সমাজের বিভিন্ন দিক থেকে পরিস্ফূট হয় বারবার। আর তাদের সম্মান জানায় সমাজের প্রতিটী স্তর।আর যখন সদ্য পালন হয়ে গেল বাংলা ও
বাঙ্গালীর শক্তি - প্রাণের উৎস মা দূর্গার আগমন সময় তখন তা মনের মণিকোঠায় নাড়া দেয় বারংবার। সম্প্রতি ইন্দো - আমেরিকানা প্রোডাকশনস এর আয়োজনে কলকাতার হাইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হল "শক্তিরূপেণ সম্মান"।অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে, শ্রুতি দাস সহ অনেকেই। অনুষ্ঠানটিতে অতিথিদের সম্মাননা জানায় ইন্দো-আমেরিকানা প্রোডাকশন এর কর্ণধার অজন্তা সিনহা রায় এছাড়াও ওইদিনই শিবপুর শীর্ষক নতুন সিনেমা মুক্তির তারিখও ঘোষনা করা হয়।।
No comments:
Post a Comment