কলকাতা: কলকাতায় দুর্গা পূজা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপিত হয়। পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলতে, জে কে সিমেন্ট ওয়ালম্যাক্স ওয়ান পুটি, পুজো উপলক্ষ্যে তাদের 'অন্তরথেকে সুন্দর' প্রচারাভিযানের সূচনা করলো। দুর্গাপূজা উদযাপনের ইতিহাসে এই প্রথম কলকাতার সিংহী পার্কে ওয়াল পুষ্টি এবং হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি প্রতিমা এবারের উদযাপনকে করে তুলেছে আরও বিশেষ।
অন্তরথেকে সুন্দর প্রচারাভিযান আসলে ভেতর থেকে সুন্দর হওয়ার গুরুত্বের কথা তুলে ধরে,যা জে কে সিমেন্ট ওয়ালম্যাক্স ওয়াল পুটি ব্র্যান্ডের প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করছে।এই ব্র্যান্ডটি আমাদের ঘরের দেওয়ালকেও ভেতর থেকে সুন্দর করে তোলে।আমরা প্রতিদিনের জীবনে উঠাপড়ার মধ্যে নিজেদের নানা গুণ হারিয়ে ফেলি,জে কে সিমেন্ট ওয়ালম্যাক্স এর এই উদ্যোগ,প্রতিটি মানুষের সেই সূক্ষ্ম সুন্দর গুণাবলিকে তুলে ধরতে চাই।অন্তর থেকে সুন্দর এমন এক প্ল্যাটফর্ম যা মানুষের নিঃস্বার্থ ভালো কাজ এবং উদ্দেশ্যকে উদযাপন করে, এই বিশ্বকে বেঁচে থাকার উপযোগী সুন্দর স্থান করে তোলে।
দুর্গা পুজা বছরের এমন এক ব্যস্ততম সময় যখন মানুষ আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন।সারা দিন রাত ধরে চলে বন্ধু বান্ধবদের সঙ্গে হৈ-হুল্লোড়, আড্ডা, খাওয়া দাওয়া, বিশাল সব প্যান্ডেল ঘুরে ঠাকুর দেখা আর নানা অভিনব স্থাপতার চাকচিক্য।এই বিশেষ সময়ে পশ্চিমবঙ্গের বাজারে নানাবিধ ব্র্যান্ডের প্রচার লঞ্চের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়, যেখানে সকলেই অন্যদের থেকে নিজেদের স্বতন্ত্র্য বলে দাবি করে থাকে। তবে, জে কে সিমেন্ট ওয়ালম্যাক্স এসবের বাইরে পুরোপুরি ভিন্ন খাতে চিন্তাভাবনা করেছে। তারা এমন এক স্থাপত্য উপহার দিয়েছে যা আলাদা,শৈল্পিক এবং এই প্রতিযোগিতার ইঁদুর দৌড়ের বাজারে মরূদ্যানের কাজ করে।শিল্প ক্ষেত্রে এই প্রথম সিংহী পার্কের হোয়াইট সিমেন্ট আর ওয়াল-পুটি দিয়ে তৈরি এই স্থাপত্য অর্থাৎ প্রতিমাটি যেমন শিল্পের সৌন্দর্য্যকে তুলে ধরে তেমনি সেটি নিঃশর্ত ভালোবাসা, শিশুর মতো আনন্দ,মা এর স্নেহ এবং কোন রকম স্বীকৃতি ছাড়াই কাজ করে যাওয়ার মাতৃত্বের বিশ্বজনীন চেতনাকে ফুটিয়ে তোলে।এই প্রচারাভিযানের মূল ভাবনা বা থিম সম্পর্কে হরদীপ সিং, প্রেসিডেন্ট,হোয়াইট সিমেন্ট বিজনেস, জে কে সিমেন্ট লিমিটেড বলেন, "সারা দুনিয়ায় যখন জাল,ভুয়ো বা ভেজাল পণ্যে ভরে গেছে, আমরা এমন এক ধারণা তৈরি করতে চেয়েছিলাম যা সত্যিকারের ভালো মানের। এটি শুধুমাত্র বাইরে থেকে দেখতে ভালো হবে না, ভেতর থেকেও হবে সুন্দর, শক্তপোক্ত। আর এই ভাবনা জে কে সিমেন্ট ওয়ালম্যর ওয়াল গুটির বাস্তবিক দর্শনকে তুলে ধরে যা আমাদের বাড়ির দেওয়ালকে ভেতর থেকে বাইরে, সব ক্ষেত্রেই সুন্দর করে তোলে। এই প্রচারাভিযানের মাধ্যমে, আমরা বলার চেষ্টা করেছি।প্রতিমা এবং দালান জে কে সিমেন্ট ওয়াল ম্যাক্সএক্স ওয়াল পুটি এবং জে কে সিমেন্ট হোয়াইট ম্যাক্সএক্স হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, যা সাধারণ মানুষের দৈনন্দিনতার মধ্যে ঈশ্বরের চিত্রের প্রতিনিধিত্ব করে। মা দুর্গা, এখানে সর্বদা।প্রেমময় মা হিসাবে চিত্রিত হয়েছেন, একজন মহান নারীর বহুমুখী প্রকৃতির ইঙ্গিত, যিনি সর্বদা যত্নশীল এবং সকলকে লালন পালন করেন। গণেশ, তার ভাই-বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ, শিশুর মতো প্রকৃতির দেবতা যিনি ছোট্ট শিশুর মতোই সাধারণ একটা নাড়ু হাতে পেয়েই খুশী। অপু হিসাবে চিত্রিত কার্তিক, ফুটিয়ে তুলেছেন কীভাবে আমরা সকলেই আমাদের মায়েদের কাছে শিশু হয়েই থাকি, তা যতই আমরা সেনাপতিও হই না কেন।লক্ষ্মী, ছোট শিশুকন্যা হিসাবে, ভালবাসা এবং দানের ভাবনায় পূর্ণ, যিনি গৃহহীন এবং পথবাসীদের যত্ন, ভালবাসার সাথে যাওয়াতে ভালোবাসেন। সরস্বতী, তার জ্ঞান এর দানের সঙ্গে এক চিরন্তন শিক্ষক হিসাবে আগ্রহী মনকে সদা সমৃদ্ধ করেন।
No comments:
Post a Comment