'এই বেশ ভাল আছি' দাদু দিদার সঙ্গে পূজা পরিক্রমা - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

'এই বেশ ভাল আছি' দাদু দিদার সঙ্গে পূজা পরিক্রমা

Share This

কলকাতা: দুর্গা পুজোতে সকলে ঠাকুর পরিদর্শনে বেরোলেও বঞ্চিত হন দাদু-দিদারা।তাই এবার বাড়িতে থাকা দাদু দিদাদের নিয়ে প্যান্ডেল হোপিংয়ে বেরোলো 'রোধেভু'র সদস্যরা।
পঞ্চম বছরে পড়ল এই সংস্থার উদ্যোগ।উদ্যোগটির নাম "এই বেশ ভাল আছি"।দাদু দিদাদের মুখে হাসি ফুটিয়ে তাদের সবাইকে নিয়ে জিএলএস নিউটাউন সার্বজনীন দুর্গাউৎসবে নিয়ে যাওয়া হয়।জিএলএস এর প্রথম পুজোয় আয়োজন ছিল চোখে পড়ার মত।অনুষ্ঠানে সম্মানিত হয়েছে ডাক্তার,মনোরোগ বিশেষজ্ঞ এবং সেলিব্রিটিরা।
সংস্থার পক্ষ থেকে প্রবীণ ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় উপহার সামগ্রী।
এছাড়াও ছিল খাওয়ারের এলাহি আয়োজন।সব মিলিয়ে দাদু ঠাকুমাদের মুখে হাসি ফুটাতে রোধেভু'র এই উদ্যোগকে কুর্নিশ।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages