কর্মব্যস্ত জীবনে ছোটবেলার দুর্গাপূজার স্মৃতি কিছুটা উসকে দিল অভিনেত্রী এবং গজল শিল্পী জেনিভা রায়কে।ছোটবেলায় জেনিভার পুজো ছিল একদম অন্য রকম।
নতুন পোশাক পরে প্যান্ডেল হোপিং,অঞ্জলি দেওয়া,জমিয়ে ভুরিভোজ করা,পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া এই সব এখন খুবই মিস করেন তিনি।কারণ এখন জেনিভা পুজো মণ্ডপে গেলেও শুধুমাত্র প্রতিমা দর্শন করে ফিরে আসেননা।তাঁর পুজো কাটে একদম অন্য রকম ভাবে।
অনেক দায়িত্ব থাকে তার কাঁধে।পুজো মণ্ডবে তিনি এখন আমন্ত্রণ পান,অতিথি হিসেবে উদ্বোধনের জন্য।অথবা পুজো পরিক্রমায় বিচারকের ভূমিকা পালন করে শ্রেষ্ঠ মণ্ডপ বিচার করে পুরস্কার উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য।
No comments:
Post a Comment