কচিকাঁচাদের 'সুসম্পর্ক' - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

কচিকাঁচাদের 'সুসম্পর্ক'

Share This
কলকাতা: দুর্গাপুজোতে সকলেই চায় নতুন পোশাকে সেজে উঠতে।কিন্তু যাদের বাড়িতে দৈনন্দিন খাওয়ার জোটাতেই দিন শেষ হয়ে যায়,তাদের কাছে নতুন জামা পরা মানে হল বিলাসিতা।এবার সেরকমই কিছু বাচ্চার মুখে হাসি ফোটালো সরকার রেজিস্টার্ড সামাজিক সংগঠন সুসম্পর্ক। তাদের "পড়বো মোরা নতুন জামা",এই উদ্যোগের মাধ্যমে তারা গোটা দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন অঞ্চলে এই অভাবী শিশুদের হাতে তুলে দিচ্ছে নতুন নতুন জামা কাপড়।কিছু বাচ্চার হাতে নতুন জামা কাপড় তুলে দিয়ে উদ্বোধন হয় এই উদ্যোগের। এই সংস্থার প্রতিষ্ঠাতা অরবিন্দ সিংহ জানিয়েছে ষষ্ঠী পর্যন্ত বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলবে এই অনুষ্ঠান। এই বছর প্রায় আড়াইশো বাচ্চার হাতে নতুন জামা তুলে দেওয়ার উদ্যোগ রেখেছেন তারা।
এই দিন একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শক মন্ডলীর সামনে তুলে ধরা হয় বিভিন্ন ক্ষুদে প্রতিভা।নতুন জামা কাপড় এর সাথে সাথে বিভিন্ন সুস্বাদু খাবার ও খাওয়ানো হয় এই সকল বাচ্চাদের।এই দিন অনুষ্ঠানের খাবার এর দায়িত্ব নেওয়া হয় RAW(Ride and wonder) এর তরফ থেকে।শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এনাদের আবেদন এগিয়ে আসার জন্য।যেখানে সবাই নিজ চাহিদা পূরণে মত্ত সেখানে কোনরকম রাজনৈতিক রং না লাগিয়েই বিনা স্বার্থে এই বাচ্চাদের ভবিষ্যৎ গঠনের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছে এই প্রতিষ্ঠান।মানুষের শুভকামনা এবং আশীর্বাদ এদের চলার পথে অন্যতম হাতিয়ার।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages