দিন কয়েক আগেই তিরিশ বছরে পদার্পণ করলো ডানকুনি সঙ্গীত ও নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র "সুর-ও-ছন্দ"।সেই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্রমঞ্চে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার।তবে এদিনের সন্ধ্যাটা ছিল অন্যরকম।অনুষ্ঠানটি রবীন্দ্রনাথ ঠাকুরের গান,নাচ ও নৃত্যনাট্য দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল।অনুষ্ঠানে পরিবেশিত হয় প্রতিষ্ঠানের কর্ণধার তথা অধ্যক্ষা শ্রীমতি সুপ্রিয়া নন্দীর একক সংগীত।এছাড়া ও ছিল খুদে শিক্ষার্থীদের সমবেত নৃত্য,অধ্যক্ষার সুযোগ্যা কন্যা, তথা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে বর্তমানে শিক্ষকতারত ডঃ দেবশ্রী নন্দীর একক সংগীত ও তারই পরিচালনায় নিজের ছাত্রীদের দ্বারা পরিবেশিত সমবেত সংগীত।এদিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কন্ঠের মাধুর্য।যা শুনে সমস্ত প্রেক্ষাগৃহ আপ্লুত হয়ে পড়ে।সবশেষে পরিবেশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত নৃত্যনাট্য "ভানুসিংহের পদাবলী"।শিক্ষায়তনের নৃত্য শিক্ষিকা তথা গুরু বন্দনা সেনের স্নেহধন্যা ছাত্রী সোমা নন্দীর পরিচালনায় বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা পরিবেশিত এই নত্যনাট্য প্রতিটি দর্শককে মুগ্ধ করে রাখে সবটুকু সময় জুড়ে।অনুষ্ঠানের সমাপ্তিতে ছাত্রছাত্রীদের হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়েছে।
Post Top Ad
Responsive Ads Here

নাচে,গানে,নৃত্যনাট্যে সুর-ও-ছন্দের জন্মদিন সেলিব্রেশন
Share This
Tags
# Entertainment
Share This

About Life of Calcutta
Entertainment
Tags
Entertainment
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Life of Calcutta
1 of the Entertainment Website of the Calcutta
No comments:
Post a Comment