কলকাতায় সদ্যই হয়ে গেল দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

কলকাতায় সদ্যই হয়ে গেল দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

Share This
দেবারতি ঘোষ: দূর্গাপুরে বিগত ছয় বছর ধরে সাফল্যের সাথে উৎযাপিত হয়েছে দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।তবে এবার দূর্গাপুরে নয়,কলকাতাতে এই প্রথমবার  প্রদর্শিত হল দূর্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।এদিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বাছাই করা শ্রেষ্ঠ ৪০টি ছবি।দেশ ও বিদেশ থেকে মোট ১৫৩ টি ছবি তালিকাভূক্ত হয়েছে।তারমধ্যে রয়েছে ফিচার ফিল্ম,শর্ট ফিল্ম ডকুমেন্টারি ফিল্ম ও মিউজিক ভিডিও। ভারতের বিভিন্ন রাজ্য ও বিদেশ থেকে কলাকুশলীরা ও শিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিল টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকরা।
এদিনের অনুষ্ঠানে বিশেষত্ব ছিল অভিনেত্রী অনামিকা সাহা ও বিখ্যাত স্থির চিত্রগ্রাহক দিলীপ দাস মহাশয়কে লাইফটাইম এচিভমেন্ট সম্মানে সম্মানিত করা।এটি ছিল প্রতিযোগীতামূলক ও পুরুষ্কার বিতরণী উৎসব।ভারত ও বিদেশের এর প্রতিযোগীদের মধ্যে ছিল মোট ৫০টি উপহার,মেমেন্টো ও সার্টিফিকেট।প্রতিযোগীদের মধ্যে প্রত্যেকটি ক্যাটাগুরির প্রথম স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয় এবং অংশগ্রহনকারীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
বিচারকমণ্ডলীতে ছিলেন পরিচালক অশোক বিশ্বনাথন,শ্রীমতি শীলা দত্ত,বিখ্যাত নাট্যপরিচালক সব্যসাচী বিশ্বাস এবং বাংলাদেশের বিখ্যাত পরিচালক শহীদুল হক খান মহাশয়।চলচ্চিত্র উৎসবটি পরিচালনার দায়িত্বে ছিলেন দেবলীনা মোদক এবং  আহ্বায়ক কাজরী মোদক।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages