রোটারি ক্লাব অফ ক্যালকাটাতে স্পেশ্যাল স্ক্রিনিং হল অরুণীমা দের ছবি 'তুমি ও তুমি' - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

রোটারি ক্লাব অফ ক্যালকাটাতে স্পেশ্যাল স্ক্রিনিং হল অরুণীমা দের ছবি 'তুমি ও তুমি'

Share This
রোটারি ক্লাব অফ ক্যালকাটাতে সদ্যই স্পেশ্যাল স্ক্রিনিং হয়ে গেল অরুণীমা দে পরিচালিত ছবি 'তুমি ও তুমি'।ছবিটির প্রযোজনার দায়িত্বেও ছিলেন অরুণীমা নিজেই।২০২০ সালের ১৭ জানুয়ারী মুক্তি পেয়েছিল এই ছবি।তার মাঝেই ঘটে গিয়েছে অনেক অঘটন।লকডাউন এবং করোনার জেরে তখন নাজেহাল গোটা রাজ্যে।
করোনা তখন কেড়ে নিয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কেও।পরিস্থিতি এখন স্বাভাবিক হতেই রোটারি ক্লাব অফ ক্যালকাটার উদ্যোগে প্রদর্শিত হল 'তুমি ও তুমি'।অরুণীমা নিজেও একজন এই ক্লাবের সদস্য।
ছবি দেখে বেজায় খুশি অরুণীমার বন্ধু এবং সহকর্মীরা।ছবি দেখে প্রেক্ষাগৃহ যখন করতালিতে ফেটে পড়েছিল,তখন এই ছবির পরিচালক এবং প্রযোজক হিসেবে তিনি গর্ববোধ করেছেন।এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়,লিলি চক্রবর্তী,অনুরাধা রায়, রাজেশ শর্মা,পুলোকিতা ঘোষ,রজত গাঙ্গুলী,অর্পিতা রায় চৌধুরী,অরুণিমা দে, রাজু ঠাকুর প্রমুখ।
পুরুষ শাসিত সমাজে একজন নারীর জীবনের বিভিন্ন পর্যায়ের দ্বন্দ্বকে ঘিরে আবর্তিত হয়েছে এই ছবির চিত্রনাট্য।গল্পটি একজন লেখকের দৃষ্টিকোণ থেকে বলা হয়,যিনি তার নিজের জীবনের গল্প বর্ণনা করেন।
ছবিতে তিনজন সংগ্রামী নারী গুঞ্জন,সিন্দুর এবং আশালতার জীবন বর্ণনা করা হয়েছে,যারা তিনটি ভিন্ন প্রজন্মের এবং ভারতীয় সমাজে নারীর ক্ষমতায়নের প্রকৃত অর্থ তুলে ধরে।মুক্তির অপেক্ষায় রয়েছে অরুণীমার আপকামিং ছবি 'এসো বদলাই'।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages