'আগমনী 2022 ' অনুষ্ঠিত হল INIFD salt lake ক্যাম্পাসে - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

'আগমনী 2022 ' অনুষ্ঠিত হল INIFD salt lake ক্যাম্পাসে

Share This
পূজো আর মাত্র কায়েকটা দিনের অপেক্ষা। ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনের প্রশিক্ষণ কেন্দ্র
'INIFD salt lake' ফ্যাশনে এক নতুন দিশা দেখিয়েছে।গত ২৪ শে সেপ্টেম্বর দুর্গা মায়ের আগমনে উক্ত সংস্থার ছাত্র ছাত্রীর দ্বারা আয়োজিত ফ্যাশন শো ও  সাংস্কৃতিক অনুষ্ঠান 'আগমনী 2022' এর মধ্য দিয়ে ফ্যাশন সম্পর্কে এক অন্যতম দৃষ্টিকোণ তুলে ধরা হল সমাজের সামনে।'স্টাইলিং' অর্থাৎ নিজের কাছে যা আছে তাই দিয়ে নিজেকে অনন্য করে তোলা।বিগত দুই বছর কভিডের  কারণে দেশ কিছুটা অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে এবং এর কারণেই অনেক পরিবারই অর্থনৈতিক স্বচ্ছলতাহীন। কিন্তু পুজো মানেই নতুন জামা অথচ যাদের সামর্থ্য নেই নতুন জামা কেনার বা ওয়ারড্রপে রয়েছে পুরনো অনেক ভালো পোশাক,সেগুলো কেই অন্যরকম ভাবে পরিধান করে কি ভাবে সকলের নজর কারা যায় বা নিজেকে অনন্য রূপে গড়ে তোলা যায় তারই কিছু নিদর্শন পাওয়া গেল এই ফ্যাশন শো থেকে।ছাত্র-ছাত্রীদের ভাবনায় এবার পুজো হোক পুরনো পোশাকে নতুন রূপে। এছাড়াও এই শো তে বিশেষ প্রাধান্য পায়' বডি পেন্টিং'। প্রদীপ প্রজ্জ্বলন এর মধ্য দিয়ে শুভারম্ভ হয় এই অনুষ্ঠানের।এত উপস্থিত ছিলেন সংস্থার সেন্টার ম্যানেজার অর্ণব রায়,ফ্যাশন ডিপার্টমেন্টের মুখ্য আধিকারিক জন সেনগুপ্ত, তালবাদ্য শিল্পী ও সুরকার মল্লার ঘোষ ,বাচিক শিল্পী মল্লিকা ঘোষ সহ অন্যান্যরা।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages