'নাম' এর শুভ মহরৎ - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

'নাম' এর শুভ মহরৎ

Share This
'নাম' শব্দটা ছোট হলেও এর বিস্তার বহুদূর।কারণ একজন মানুষের নামের মধ্যেই লুকিয়ে থাকে তাঁর অস্তিত্ব।
একজন ব্যক্তি সুনাম অথবা বদনামের কারণে পরিচিতি অর্জন করে থাকেন।অপরদিকে অচেনা মানুষের কাছে নিজের উপস্থিতি বোঝাতে ও কিন্তু নামের গুরুত্ব অপরিসীম।
তাই নামের জন্য কমবেশি সবাই লড়াই করে থাকেন।নামের জন্য কেউ যেমন খুব পরিশ্রম করেন,আবার কেউ নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে থাকেন।প্রতিটি মানুষের জীবনে তাই নাম খুব গুরুত্বপূর্ণ।
এমনই এক বিষয়কে কেন্দ্র করে ডেবিউ ছবি তৈরি করতে চলেছে রেডকার্পেট প্রযোজনা সংস্থা।ছবির নাম 'নাম'।
ছবিটি পরিচালনা করেছেন দেব দেবু।শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।শহরের এক অভিজাত ক্লাবে সদ্যই হয়ে গেল প্রযোজক দেবাশীষ রায় চৌধুরীর আপকামিং ছবি 'নাম' এর শুভ মহরৎ।
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন নবাগত অভিনেতা মহম্মদ ইকবাল এবং সাগর।
এদিন ছবির শুভ মহরৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা।
তবে এদিনের মূল আকর্ষণ ছিল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীর উপস্থিতি।অনুষ্ঠানের শুরুতে বিশেষ বাচ্চাদের পোশাক বিতরন ও করা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages