একজন ব্যক্তি সুনাম অথবা বদনামের কারণে পরিচিতি অর্জন করে থাকেন।অপরদিকে অচেনা মানুষের কাছে নিজের উপস্থিতি বোঝাতে ও কিন্তু নামের গুরুত্ব অপরিসীম।
তাই নামের জন্য কমবেশি সবাই লড়াই করে থাকেন।নামের জন্য কেউ যেমন খুব পরিশ্রম করেন,আবার কেউ নিজের স্বার্থে অন্যকে ব্যবহার করে থাকেন।প্রতিটি মানুষের জীবনে তাই নাম খুব গুরুত্বপূর্ণ।
ছবিটি পরিচালনা করেছেন দেব দেবু।শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং।শহরের এক অভিজাত ক্লাবে সদ্যই হয়ে গেল প্রযোজক দেবাশীষ রায় চৌধুরীর আপকামিং ছবি 'নাম' এর শুভ মহরৎ।
No comments:
Post a Comment