ইমেজ ক্র্যাফট আয়োজিত ফটো এবং ভিডিও এক্সিবিশনের অন্যতম স্টল,স্টুডিও ব্যাকড্রপসের উদ্বোধন করলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া এহসান।দুই বাংলা জুড়েই জয়াকে ঘিরে দর্শকদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই।এদিনের এই প্রদর্শনীতেও যেন তার ব্যাতিক্রম ঘটলনা।
৩ আগস্ট নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে হওয়া এই অনুষ্ঠানটিতে ইমেজ ক্র্যাফটস এর স্টলে উপস্থিত হয়েছিলেন জয়া।সেখানেই তিনি এই প্রদর্শনীর প্রশংসা করেন।ইমেজ ক্র্যাফটের এই প্রদর্শনী নিয়ে অভিনেত্রী জয়া জানালেন, "এরকম একটি প্রয়াসকে সাধুবাদ জানাতেই হচ্ছে।এই ধরনের প্রদর্শনী আরও হওয়া উচিত। এই রকম প্রদর্শনীর সৌজন্যে উঠতি ফটো ও ভিডিও গ্রাফার নিজেদের শৈল্পিক ভাবনার মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাবে।যাতে করে শুধু যে তাদের উন্নতি সাধন হচ্ছে তা কিন্তু নয়,উন্নয়ন হচ্ছে সমগ্র ইন্ডাস্ট্রির।আর এমন এক প্রয়াসের অংশ হতে পেরে আমার সত্যিই খুব আপ্লুত লাগছে।"
No comments:
Post a Comment