খেয়ালী সংঘ পার্ক সার্কাস এর উদ্যোগে আয়োজিত হলো খুঁটি পুজো সাথে সাথে করা হলো মানব সেবায় সাস্থা পরীক্ষা শিবির আজ সকালে উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ কুমার এই ক্লাব এর চেয়ারম্যান,এই ক্লাব এর সভাপতি শ্রী জয়দীপ মুখোপাধ্যায় ঘোষণা করলেন আজ।এবছরের ক্লাব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পণ্ডিত মাল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সম্মী জাহান (৬৪ নম্বর ওয়ার্ডে) , দিলীপ বোস (৬৯ নম্বর ওয়ার্ড), বাবাই দা (৭০ নম্বর ওয়ার্ড)।
No comments:
Post a Comment