খেয়ালী সংঘ পার্ক সার্কাস এর খুঁটি পুজো - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

খেয়ালী সংঘ পার্ক সার্কাস এর খুঁটি পুজো

Share This
খেয়ালী সংঘ পার্ক সার্কাস এর উদ্যোগে আয়োজিত হলো খুঁটি পুজো সাথে সাথে করা হলো মানব সেবায় সাস্থা পরীক্ষা শিবির আজ সকালে উপস্থিত ছিলেন শ্রী দেবাশীষ কুমার এই ক্লাব এর চেয়ারম্যান,এই ক্লাব এর সভাপতি শ্রী জয়দীপ মুখোপাধ্যায় ঘোষণা করলেন আজ।এবছরের ক্লাব এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পণ্ডিত মাল্লার ঘোষ এবং মল্লিকা ঘোষ ।
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর সম্মী জাহান (৬৪ নম্বর ওয়ার্ডে) ,  দিলীপ বোস (৬৯ নম্বর ওয়ার্ড), বাবাই দা (৭০ নম্বর ওয়ার্ড)।
এবছরের ভাবনা " তোমার খাঁচায় আমার বাচ্চা" মণ্ডপ এ চমক আছে বললেন ক্লাব সেক্রেটারি শ্রী শুভদীপ মুখোপাধ্যায়।প্রতিমা সাবেকি একচালা হচ্ছে , মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী রূপদান করেছেন শ্রী দুলাল চন্দ্র রুদ্র পাল বললেন ক্লাব কোষাধ্যক্ষ শ্রী অমিত দত্ত মহাশয়।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages