গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা জানালেন জেনিভা রায় - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

গানে গানে কিশোর কুমারকে শ্রদ্ধা জানালেন জেনিভা রায়

Share This
ভারতীয় সংগীতজগতের এক উজ্জ্বলনক্ষত্র কিশোর কুমার।তিনি একাধারে যেমন সংগীতশিল্পী,তেমন অন্যদিকে সংগীত পরিচালক,অভিনেতা,চলচ্চিত্র পরিচালক,চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক।কিশোরকুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন,যার মধ্যে রয়েছে বাংলা,হিন্দি, মারাঠি,অসমীয়া,গুজরাটি, কন্নড়,ভোজপুরি, মালয়ালম,ওড়িয়া এবং উর্দু।এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন,বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়।
৪ঠা আগস্ট কিশোরকুমার জন্মগ্রহণ করেন।আগস্ট মাস মানেই তাই শিল্পীর জন্মমাস।গোটা মাস ধরেই বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শিল্পীকে গানের মাধ্যমে শ্রদ্ধা জানানোর চেষ্টা করা হয়।কিশোরকুমারের গান বাঙালির কাছে আজও একই ভাবে জনপ্রিয়।প্রতিবছরের মত চলতি বছরেও কিশোর কুমারকে গানে গানে শ্রদ্ধা জানাল কসবা শিল্পী সংসদ।
সংস্থার ডাকে অন্যান্য বছরের মত এবারও সংগীত পরিবেশন করতে উপস্থিত ছিলেন গজলশিল্পী জেনিভা রায়।গত দুই বছর করোনা পরিস্থিতিতে জাকজমক করে অনুষ্ঠান না হলেও ছোট করে অনুষ্ঠানের আয়জন করেছিল এই সংস্থা।এবছর শিল্পীর ৯৩ তম জন্মদিন সেলিব্রেট করা হল।এদিন অমরশিল্পী কিশোরকুমারকে চারটি গানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন জেনিভা।শিল্পীর সুমধুর সংগীত পরিবেশনে মুগ্ধ ভক্তরাও।নিজের প্রিয়শিল্পীর গান মঞ্চে পরিবেশন করতে পেরে বেজায় খুশি জেনিভাও।





No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages