স্মরণে কৃষ্ণ কুমার কুন্নাথ - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

স্মরণে কৃষ্ণ কুমার কুন্নাথ

Share This
কলকাতা: ২৩ আগস্ট ছিল সদ্য জনপ্রিয় গায়ক কেকের ৫৪তম জন্মদিন। আর তাঁর প্রয়াণের পর এই দিনটি যেন আরও বেশি তাৎপর্য পূর্ণ হয়ে উঠেছিল তার অনুরাগীদের কাছে। গত ৩১মে তারিখে সকলকে হতবাক করে দিয়ে হঠাতই চিরকালের জন্যে বিদায় নেন কেকে। আর এদিন কথায় গানে তাকে আরও একবার স্মরণ করলেন তাঁর অনুরাগীরা। বাগবাজারের ফণীভূষণ মঞ্চে এদিন শহর কলকাতার বিভিন্ন প্রান্তের মানুষের ঢল নেমেছিল। সারা অনুষ্ঠান জুড়ে থাকল কেকের স্মৃতিচারণ ও তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলি। কেক কাটা ও কেকের উদ্দেশ্য সেই কেক উৎসর্গ করা নিয়ে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়েছিল মঞ্চ জুড়ে। গানের মাধ্যমে এদিনের সন্ধ্যায় কেকের প্রতি নিজের শ্রদ্ধার্ঘ্য জানালেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ইমন কল্যান। 
গোয়াবাগান স্বীকৃতি সংঘ আয়োজিত কেকের জন্মদিন উৎযাপনের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত হয়েছিলেন। এদিন উপস্থিত ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক  অমিতাভ পাঠক, অভিনেতা শান, গায়িকা প্রিয়া ভট্টাচার্য (মুম্বই), লিরিসিস্ট স্মরজিৎ বন্দ্যোপাধ্যায় ও আরও অনেকে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages