তসম্ 'প্রি-পূজা কার্নিভাল ২০২২' - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

তসম্ 'প্রি-পূজা কার্নিভাল ২০২২'

Share This

চলতি মাসেই ক্যালকাটা ইন্টারন্যাশনাল ক্লাবে,তসম্ এর নিবেদনে অনুষ্ঠিত হয়েছিল 'প্রি-পূজা কার্নিভাল ২০২২'। ফ্যাশন ডিজাইনার প্রমিত মুখার্জি এবং তার ফ্যাশন ব্র্যান্ড,তসম্ ফ্যাশন স্টুডিও প্রতি বছরই নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হয়।এবছর তারা দুর্গাপুজোর ৫ দিনের ফ্যাশন ভাবনাকে তুলে ধরেছিলেন এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে।অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল নৃত্য-সংগীত সহ একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।দুর্গা স্তোত্র পরিবেশন করেন নৃত্যশিল্পী, বিশিষ্ট মডেল ও অভিনেত্রী সুচরিতা মুখার্জি।পাশাপাশি ইন্দ্রানী গাঙ্গুলির সৃষ্টি একাডেমি ও সুচরিতার ময়ূরী ডান্স একাডেমি যৌথ উদ্যোগে।সঙ্গীত পরিবেশনে ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী লাজবন্তী রায়'। 

তিনটি পর্বে অনুষ্ঠিত হয় এদিনের ফ্যাশন রাম্প শো।ইন্ডিয়ান, এবং ইন্দো ওয়েস্টার্ন এবং স্পেশাল গেস্ট ওয়াক।স্পেশাল গেস্ট ওয়াক রাউন্ডে শো স্টপার ছিল কারক ও স্বাগতা,দুজন বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলে মেয়ে।তসম্ এর কর্ণধার প্রমিত মুখার্জি জানালেন, 'আমাদের বার্ষিক অনুষ্ঠান সিজন অনুসারে হয়। ইতিমধ্যে ফ্যাশন ফিয়েস্তা ওয়ান, টু, থ্রি সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেছে।এটা পুজোর আগের অনুষ্ঠান। যেটা প্যানডেমিক এর আগে ২০১৯ পর্যন্ত হয়েছিল।কিন্তু ২০২০-২১ এ লকডাউনের কারণে হতে পারেনি।আবার ২০২২ এ অনুষ্ঠিত হল এবং কোভিড প্রোটোকল মেনে সকলে আনন্দের সঙ্গে অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে'।কিন্তু এদিন অনেক অতিথি উপস্থিত থাকতে পারেননি।

সেই কারণে তাদের সম্মান জানাতে এবং অনুষ্ঠানের সাকসেস পার্টি উদযাপনের আয়োজন করা হয়েছিল সল্টলেকের সপ্তপদী রেস্টুরেন্টে।প্রমিত মুখার্জির কথায়, 'পুজোর সময় আমরা বড় বড় ব্যানার, হোর্ডিং জুড়ে নানান রকম বিজ্ঞাপন দেখি।তবে পুজো ফ্যাশনকে নিয়ে আমার ভাবনাটা একটু অন্যরকম।এবছর 'প্রি-দুর্গাপুজো কার্নিভাল ২০২২' এর মাধ্যমে আমি ষষ্ঠী থেকে দশমী পুজোর পাঁচ দিনে কি রকম ফ্যাশন হতে পারে,তার একটা আভাস লাইভ অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম।আর যেটা হল রাম্প শো এর মাধ্যমে।এই অনুষ্ঠানে সেলিব্রিটি থেকে মডেল,বিশেষ অতিথি সকলেই রাম্পে হাঁটলেন সাবেকি পোশাক ধুতি পাঞ্জাবি শাড়ি থেকে শুরু করে ইন্দো ওয়েস্টার্ন পোশাকে'।এদিনের অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পায়েল ভার্মা, সুচেতনা দে, ইন্দ্রানী গাঙ্গুলী সহ অন্যান্যরা।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages