হ্যাপি বার্থ ডে - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

হ্যাপি বার্থ ডে

Share This

কলকাতা:সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা সকলেই এখন কম বেশি আধুনিকতার বিশ্বাসী হয়ে উঠেছি।কর্মজীবনের ব্যস্ততার ফাঁকে প্রত্যেকেই চেষ্টা করেন কম সময়ের মধ্যে কি ভাবে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা যায়।তাই এখন অনেকেরই ভরসা হয়ে উঠেছে শপিং মল।শপিং মল গুলিও ক্রেতাদের অনবরত চাহিদাপুরণ করতে অনলাইন এবং অফলাইনের সুবিধা ক্রেতাদের দিয়ে চলেছে অনবরত।প্যান্টালুন্স তারমধ্যে অন্যতম।

১৯৯৭ এ দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে প্যান্টালুন্স এর আবির্ভাব।এক ছাদের নিচে নিজের হাতে পছন্দের পোশাক দেখে বেছে কেনার স্বাধীনতা অনুভব করলো বাঙালি ক্রেতা।দরদামের সুযোগ না থাকলেও ব্র্যান্ডেড পোশাকের আভিজাত্যের অহংকার আছে।শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে সেলসম্যান বা গার্লের সহাস্য সহযোগিতা যেন বাড়তি পাওনা।উৎসবে পার্বণে বিভিন্ন ছাড়ের লোভনীয় অফার। বাঙালি আর প্যান্টালুন যেন সমার্থক শব্দ।জনপ্রিয়তার নিরিখে দেখতে দেখতে কেটে গেল ২৫ টা বছর।

সদ্যই দক্ষিণ কোলকাতার সাউথ সিটি মলে প্যান্টালুনের ২৫ বছর পূর্তিতে কেক কেটে সেলিব্রেশন করলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়,আর জে প্রবীন এবং প্রিয়াঙ্কা সরকার।অনুষ্ঠানে এসে পরমব্রত জানালেন,ছেলেবেলায় পুজোর জামাকাপড় কেনার ব্যাপারে যখন নিউ মার্কেটে যাওয়ার সুযোগ পেতেন তিনি,তখন নিজেকে ভাগ্যবান ভাবতেন। 

হঠাৎ ১৯৯৭ সালে গড়িয়াহাট কেনাকাটা করতে গিয়ে আবিষ্কার করলেন বিশাল এলাকা জুড়ে প্যান্টালুনসের শোরুমটি।কেনাকাটায় তখন হয়েছিল রোমাঞ্চকর অনুভূতি।পরমব্রতকে উস্কে দিয়ে নস্টালজিক করে তোলেন আর জে প্রবীন ও প্রিয়াঙ্কা সরকারও।এদিনের আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান প্যান্টালুনের সিইও সঙ্গীতা পেন্ধারকর।উৎসাহী ক্রেতাদের মধ্যে বিতরণ হয় সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে বিশেষ কুপন।এদিন এভাবেই কেক কেটে সংস্থার জন্মদিন পালিত হলো উৎসাহী ক্রেতাদের উপস্থিতিতে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages