ফ্যাশন শো ২০২২ - আয়োজনে আই আই সি - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

ফ্যাশন শো ২০২২ - আয়োজনে আই আই সি

Share This

 

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ পশ্চিমবঙ্গ শিল্পের রাজ্য। সেখানেই বেড়ে উঠেছে বিশ্ব ব্যাপী খ্যাত নামা ব্যাক্তিত্বরা। বর্তমান প্রজন্মের মধ্যেও সেটিকে দক্ষতার সাথে তুলে ধরতে অবিরত পরিশ্রম করে চলেছে আই আই সি। মূলত ইনস্টিটিউট অফ ইনোভেটিভ ক্রিয়েশন (আই আই সি) ২০১৫ সালে তে শুরু করা হয়,


 কম খরচ সাপেক্ষ ছাত্র-ছাত্রীদের জন্য। এই ইনস্টিটিউশনে ফ্যাশন ডিসাইনিং, টেক্সটাইল ডিসাইনিং, আর্ট এন্ড ক্র্যাফট শেখানো হয়। শেলী দত্ত ও মন্দিরা চক্রবর্তী দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানে প্রতি বছরই ছাত্র - ছাত্রীদের কাজে উৎসাহ দেওয়ার জন্য। ফলত প্রতি বছরের মতোই এই বছরও ডিসাইনার কম্পিটিশন এবং মডেল কম্পিটিশন রাখা হয়, "ফ্যাশন শো ২০২২" শীর্ষক একটি বাৎসরিক অনুষ্ঠানএর মাধ্যমে। এই

 প্রতিযোগীতার বিচারকের আসনে ছিলেন পূবালীনা সামন্ত, ঝুমা মাসচারক, পায়েল পাল, অমিতাভ দত্ত। মোট ৭৬টি মডেল এবং ডিসাইনার এর সমাবেশ এ আই আই সি বাৎসরিক সন্ধ্যা আনন্দমুখর হয়ে উঠেছিল।।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages