প্রকাশিত হল বোরিয়া মজুমদারের লেখা দুটি গ্রন্থ 'প্রমত্ত কমিশনর' এবং 'ম্যাভেরিক কমিশনর'।বোরিয়া মজুমদার একদিকে যেমন ক্রীড়া ঐতিহাসিক এবং সাংবাদিক,অপরদিকে RevSportz ডিজিটাল প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ও।বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নাম শুনলেই নড়েচড়ে বসেন।২০০৮ এ ললিত মোদীর হাত ধরে প্রথম আইপিএল আসে।ললিত মোদী নিজেই টুর্নামেন্টের পুরো খুঁটিনাটি নিয়মাবলি তৈরি করেছিলেন।আইপিএলের চোখধাঁধানো সাফল্যের পর সেই একই নিয়মনীতি প্রশাসনের তরফ প্রশ্নের মুখে পড়ে।মোদীর কপালে জোট আজীবন নির্বাসন।কেন,কীভাবে এসব ঘটল ?পর্দার পেছনের ঘটনাক্রম কী ? মোদীর সঙ্গে অন্যদের সংঘাতের কারণ কী ? কিছু গোপন সূত্র কি আদৌ আছে যা কোনওদিন সামনে আসবে না? বিসিসিআইয়ের এক শীর্ষকর্তার দীর্ঘ কথোপকথনের পরেই কি মোদী দেশ ছাড়লেন? কী কথা হয়েছিল সেদিন?ললিত মোদী কি তাহলে আইপিএল তথা ভারতীয় ক্রিকেটের সেই না থেকেও প্রবলভাবে উপস্থিত থাকা রহস্যময় ছায়াচরিত্র হয়েই থেকে যাবেন? ডাইব্রি মোশন পিকচার্সের নিবেদনে শীঘ্রই একটি ফিল্মের রূপ পেতে চলা প্রমত্ত কমিশনার বইটি সামগ্রিক ঘটনাপ্রবাহকে যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর দেয়।এই বই সেই সমস্ত গল্প বলবে যা আপনি কখনও শোনেননি। বইয়ের প্রতিটা তথ্য মূল কাহিনির পরতে পরতে চাপা পড়ে থাকা অসংখ্য নির্ভরযোগ্য সূত্রে যাচাই করে নিয়ে আইপিএলের জন্মের একটা অজানা ইতিহাস এবং আইপিএলের জনক ললিত মোদীর গল্প বলে 'প্রমত্ত কমিশনার'। না , ললিত মোদীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি ঠিক নাকি ভুল সে বিচার করা না ; বরং সত্য কাহিনিটির যথাযথ বর্ণনা এটুকুই এই বইয়ের কাজ।সদ্যই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনীত ছবি 'আয় খুকু আয়'।সৌভিক কুণ্ডু পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন সুপারস্টার জিৎ।ছবিতে ফুটে উঠেছে এক বাবা এবং মেয়ের গল্প৷এই ছবির প্রোমোশনে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,অনুপম রায়,অনিন্দ্য চট্টোপাধ্যায়।তবে এদিনের বই প্রকাশ অনুষ্ঠানের বিশেষ চমক ছিল বনি কাপুরের উপস্থিতি।এই সকল উজ্জ্বল অতিথিদের উপস্থিতিতে জমজমাট ভাবে প্রকাশিত হল বোরিয়া মজুমদারের লেখা বই দুটি।
Post Top Ad
Responsive Ads Here

জমজমাট বই প্রকাশ অনুষ্ঠান
Share This
Tags
# Entertainment
Share This

About Life of Calcutta
Entertainment
Tags
Entertainment
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
Life of Calcutta
1 of the Entertainment Website of the Calcutta
No comments:
Post a Comment