KSS Music India এর ব্যানারে মুক্তি পেল নতুন মিউজিক ভিডিও 'চলো পাল্টাই'।'৮/১২' (বিনয় বাদল দীনেশ) কিংবা সদ্য মুক্তিপ্রাপ্ত 'মৃত্যুপথযাত্রী' র মত গুনগত ভাবে উন্নতমানের কিছু ছবির মাধ্যমে বাংলা বিনোদনের জগতে KSS প্রোডাকশনস এন্ড এন্টারটেইনমেন্টের নাম প্রায় সকলেই জেনে গিয়েছেন। KSS এর ব্যানারে শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'শ্রীমতি' ছবিটি।
তবে একদিকে যেমন একের পর এক ভালো ছবি দর্শকের সামনে তুলে ধরছে কান সিং সোধা'র প্রযোজনা সংস্থা KSS Production and Entertainment,তেমনি অন্যদিকে সারাবছর ধরে তারা তৈরি করে চলেছে মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম।তাদের দুটি ভার্চুয়াল প্লাটফর্ম KSS The Originals এবং KSS Music India থেকে শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওর আত্মপ্রকাশ ঘটতে থাকে সারাবছর ধরেই। তেমনই দিনকয়েক আগে সামনে এল তাদের নতুন মিউজিক ভিডিও 'চলো পাল্টাই'।এই মিউজিক ভিডিওটির মাধ্যমে সকল ভেদাভেদকে দূরে সরিয়ে এক অনন্য সাধারণ দুনিয়ার সন্ধান দিতে চেয়েছে KSS Music India।
আমাদের সমাজে যেভাবে প্রতিনিয়ত বেড়ে চলেছে ধর্মীয়,সামাজিক,অর্থনৈতিক ও বর্ণবৈষম্য যেভাবে বেড়ে চলেছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের পাশে, মানুষের মত করে দাঁড়ানোর বার্তা দিচ্ছে 'চলো পাল্টাই'। এই গান গেয়েছেন কাজল চ্যাটার্জি, আবীর বিশ্বাস, রূপক তিয়ারী ও ঋষি পান্ডা। গানটির সুরারোপ ও অনুষঙ্গ নির্মানে রয়েছেন সায়ন সম্রাট, গানের কথা লিখেছেন সম্রাট দেবনাথ, গানে ভায়োলিন বাজিয়েছেন প্রিয়াংশু কৌশিক, গিটার, মিক্সিং ও মাস্টারিং করেছেন কুন্তল দে।
একইসঙ্গে বেশ কয়েকজন নতুন গায়ক গায়িকাকে দেখা যাচ্ছে এই গানের মিউজিক ভিডিওতে।ভিডিওটির পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্প,ক্যামেরায় শান চক্রবর্তী, মিউজিক ভিডিওটির সম্পাদনা করেছেন অরিত্র।
এই বিষয়ে KSS Music India তথা KSS Production and Entertainment এর কর্ণধার কান সিং সোধা জানান,"শুরুর দিন থেকেই আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ছবি বানানো নয়, ভালো ছবি,গুনগত ভাবে উন্নতমানের ছবির সাথে সাথে আমাদের উদ্দেশ্য অবশ্যই ছিল মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে যাওয়া।সেই ভাবনা থেকেই জন্ম KSS The Originals এবং KSS Music India'র। এই দুই প্লাটফর্মের মধ্যে দিয়ে আমরা উঠতি প্রতিভাদের সুযোগ করে দিয়ি আমাদের সঙ্গে কাজ করার এবং মানুষের কাছে পৌঁছে যাওয়ার।তেমনই এক উপস্থাপনা 'চলো পাল্টাই'।
No comments:
Post a Comment