কথায় বলে 'সংসার সুখের হয় রমনীর গুনে'।এমনই এক জন সফলতম নারী হলেন পারমিতা বন্দ্যোপাধ্যায়।তিনি একদিকে যেমন মডেল এবং অভিনেত্রী,অপর দিকে একজন সফল মা। ২৬ শেষ জুন রবিবার সন্ধ্যায় দমদমের প্রখ্যাত আম্রলী ব্যাংকয়েটে হল পারমিতার আদরের পুত্র শাহীনের উপনয়ন।সেই উপলক্ষে আয়োজিত হয় বিশেষ ডিনার পার্টি।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত প্রদ্যুৎ মুখার্জী, ইন্টিরিয়র ডিজাইন কনসালটেন্ট আকাশ বণিক,মিডিয়া কর্নধার হৃত্বিক মুখার্জী, তসম্ ফ্যাশন স্টুডিওর কর্নধার প্রমিত মুখার্জী, সাংবাদিক সাহেব মিত্র, অভিনেত্রী শ্রেয়া সহ আরও অনেকে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাহারে এক উজ্জ্বল মায়াবী আলোয় ভরে উঠেছিল গোটা পরিবেশ। এবং এই সমস্ত কিছুর তদারকি খুব সুন্দর ভাবে করলেন পারমিতা এবং তার পরিবার।
No comments:
Post a Comment