কবি প্রণাম - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

কবি প্রণাম

Share This
২৫ বৈশাখ,  ৯ মে থেকে ১২ মে চারদিনব্যাপী সল্টলেক, পূর্বশ্রী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 'কবি প্রণাম'। 
যৌথ আয়োজনে ছিল পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ও নব রবি কিরণ। পরিবেশিত হল একক আবৃত্তি, সম্মেলক আবৃত্তি, সমবেত সংগীত, একক সঙ্গীত ও নৃত্যনাট্য।
 চার দিনব্যাপী এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন বিশিষ্ট শিল্পীরা, নব রবি কিরণ এর শিল্পীবৃন্দ এবং অতিথি শিল্পীরা। গান, আবৃত্তির পরিবেশনের পাশাপশি প্রতিদিনই একটি করে নৃত্যনাট্য পরিবেশিত হয়। 
৯ মে, পলি গুহর পরিচালনায় পলি গুহ ও ট্রুপ নিবেদন করে 'শ্যামা'। ১০ মে, কলাক্ষেত্রম এর নিবেদনে চিত্রাঙ্গদা অবলম্বনে পরিবেশিত হয় 'রাজেন্দ্রনন্দিনী'। 
১১ মে অলকানন্দা রায়ের পরিচালনায় চন্দনালোক নিবেদনে ছিল 'হে মাধব'। অনুষ্ঠানের শেষ দিন ১২ মে নব রবি কিরণ এর নিবেদনে পরিবেশিত হয় 'চণ্ডালিকা'। যৌথ পরিচালনায় ছিলেন দিয়াশা মুখার্জী ও অরিঘ্নী মিত্র।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages