২৫ বৈশাখ, ৯ মে থেকে ১২ মে চারদিনব্যাপী সল্টলেক, পূর্বশ্রী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 'কবি প্রণাম'।
যৌথ আয়োজনে ছিল পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র ও নব রবি কিরণ। পরিবেশিত হল একক আবৃত্তি, সম্মেলক আবৃত্তি, সমবেত সংগীত, একক সঙ্গীত ও নৃত্যনাট্য।
চার দিনব্যাপী এই কবি প্রণাম অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন বিশিষ্ট শিল্পীরা, নব রবি কিরণ এর শিল্পীবৃন্দ এবং অতিথি শিল্পীরা। গান, আবৃত্তির পরিবেশনের পাশাপশি প্রতিদিনই একটি করে নৃত্যনাট্য পরিবেশিত হয়।
৯ মে, পলি গুহর পরিচালনায় পলি গুহ ও ট্রুপ নিবেদন করে 'শ্যামা'। ১০ মে, কলাক্ষেত্রম এর নিবেদনে চিত্রাঙ্গদা অবলম্বনে পরিবেশিত হয় 'রাজেন্দ্রনন্দিনী'।
No comments:
Post a Comment