কলকাতায় ভোজপুরী ছবির প্রোমোশন - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

কলকাতায় ভোজপুরী ছবির প্রোমোশন

Share This
"ধন কা চক্কর" ছবিটির প্রোমোশনে সদ্যই কলকাতা সফরে এসেছিল ছবির কলাকুশলীরা।ধর্মতলা সংলগ্ন সোসাইটি প্রেক্ষাগৃহে এদিন চলল প্রচার।
"ধন কা চক্কর" এ অভিনয় করেছেন বীরেন্দ্র কুমার,নন্দী দুবে,মন্টি কাকা,প্রিয় তেওয়ারী,পূজা সিং,পিন্টু সিং সহ অন্যান্যরা।বি কুমারের কাহিনী অবলম্বনে ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রাকেশ মেহেরা।
ছবির চিত্রনাট্য,সংলাপ ও পরিচালনা করেছেন অরুণ কুমার।"ধন কা চক্কর" এ দেখা যাবে,নীলকান্তজী একজন বয়স্ক মানুষ।পরিস্থিতির চাপে পরে,পয়সা রোজগারের জন্য অন্ধ সেজে তিনি মানুষকে ঠকান।
যদিও তিনি একজন ব্যক্তিগত ভাবে ভাল মানুষ।ছবির কাহিনীতে রয়েছে নানান প্রাচুর্য।যা সহজেই মন জয় করে ফেলবে দর্শকদের।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages