কলকাতা ও উত্তর বঙ্গের মনোরম পরিবেশে আকাশ নন্দী প্রযোজিত ও সৌম্য ব্যানার্জী পরিচালিত রমরমিয়ে চলছে "ধর্ম অধর্ম" ছবির শ্যুটিং।ছবিটি মুক্তি পেতে চলেছে আসন্ন মহালয়াতে।এই ছবিতে প্রযোজনার পাশাপাশি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আকাশ নন্দী নিজেই।তাঁর সাথে জুটি বেঁধে অসাধারণ অভিনয় করছেন দুস্টু মিষ্টি অভিনেত্রী নবাগতা সুস্মিতা।
এছাড়া ও রয়েছেন বোধিসত্ত্ব মজুমদার,মধুমিতা চক্রবর্তী,সোমা চক্রবর্তী,অভীক ভট্টাচার্য্য,হিমাদ্রী দাস,কাইস্ কালিম,মনিকা মন্ডল,রঞ্জন ভট্টাচার্য্য,মৃত্যুন হাজরা,বাদশা মৈত্র,সুমিত গাঙ্গুলী,রাজা চ্যাটার্জী,সিদ্ধার্থ দে,রাজকুমার দাস ও নবাগতা দেবারতি ঘোষ।সঙ্গীত পরিচালনা করেছেন শ্রী দিলীপ।এই অসাধারণ গল্পটি প্রযোজক আকাশ নন্দীর নিজেরই। সংলাপ লিখেছেন অভিক সমাদ্দার।প্রযোজক আকাশ নন্দী এই ছবি নিয়ে বড় আশাবাদী।তিনি জানান এই বছর আরও দুটি ছবি প্রযোজনা করবেন তিনি।এখন এটাই দেখার "ধর্ম অধর্ম" মানুষের মনে কতটা সারা ফেলতে পারে।
No comments:
Post a Comment