ডিজিপ্লেক্স লঞ্চ - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

ডিজিপ্লেক্স লঞ্চ

Share This
বাংলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়ে গেল নতুন ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের। নিজেদের ট্যাগলাইন 'নো চিন্তা জাস্ট প্লে'র কথা মাথায় রেখেই বাংলাতে নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসছে ডিজিপ্লেক্স।
একইসঙ্গে অসংখ্য ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে, আসছে অভিষেক রায় পরিচালিত চক্র, আসছে 'ক্রাইম সিন্স', আসছে 'পেঁচা', আসছে 'সাইন অফ ফাইভ' সহ আরও নতুন অনেক ওয়েব সিরিজ। 
তাদের এই ওটিটি লঞ্চ অনুষ্ঠানে ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিগঞ্জের নামি-দামি তারকারা। একদিকে যেমন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পি সি সরকার এবং তার পরিবারের সদস্যরা (জয়শ্রী সরকার ও অভিনেত্রী মৌবনি সরকার),অন্যদিকে তেমনই উপস্থিত ছিলেন অভিনেতা ঈশান মজুমদার, অংশু বাচ, রেমো,পার্থসারথি, গোপাল তালুকদার, ঋদ্ধিশ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা।
নতুন এই ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের সহ নির্মাতা দিব্যেন্দু রায়চৌধুরী আশাবাদী এই উদ্যোগটি নিয়ে। তিনি জানিয়েছেন " এই নতুন ওটিটি প্লাটফর্ম বাংলা ওয়েব দুনিয়ায় নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে, সে বিষয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখেনডিজিপ্লেক্স বাঙালির আবেগ, অনুপ্রেরণা, বাঙালিকে নতুন ভাবে বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছে। ডিজিপ্লেক্সে মানুষ বিভিন্ন জঁর এর ইন্টারেস্টিং সব ওয়েব কন্টেন্ট পেতে চলেছেন। 
অন্যান্য ওটিটি প্লাটফর্ম গুলির থেকে আমাদের প্লাটফর্মটি একটু আলাদা, কারন আমরা পে-পার- ভিউয়ের অপশনটি খোলা রেখেছি। যাতে করে মানুষ তার পছন্দসই কন্টেন্ট দেখতে স্বচ্ছন্দবোধ করেন। পরবর্তী সময়ে ডিজিপ্লেক্স নিয়ে আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে। 
ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ডিজিপ্লেক্স অরিজিলান ফিল্ম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আমদের কন্টেন্ট নিয়ে আমরা ভীষণ আশাবাদী। আশা করি আমাদের এই প্রচেষ্টা মানুষের ভালো লাগবে এবং আমার মানুষকে তার পছন্দসই কন্টেন্টের মধ্যে দিয়ে আরও বেশি বিনোদনের যোগান দিতে পারবো।"






No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages