মডেলিং থেকে অভিনেত্রী, এক অন্য যাত্রার গল্প মাহি'র - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

মডেলিং থেকে অভিনেত্রী, এক অন্য যাত্রার গল্প মাহি'র

Share This

 

কলকাতাঃ স্কুলবেলা মানেই ছুটির দিনে বন্ধুদের সঙ্গে হইহই করে সিনেমা দেখা,মনে মনে নিজেকে সিনেমার পর্দায় দেখা চরিত্র ভেবে নেওয়া এসব তো হতেই থাকে৷ কিন্তু অস্থির এই সময় যখন সকলেই জীবনে সহজে স্বাচ্ছন্দ্য পেতে চায় সেখানেই কেউ কেউ করেন ভিন্ন পথের সন্ধান৷ অচেনা পথে হাঁটার সাহস দেখান৷ তেমন একজন অভিনেত্রী মাহি৷ অভিনয় এর প্রথাগত শিক্ষা না থাকলেও ইচ্ছে আর চেষ্টার জন্য আজ তিনি কাজ করছেন ছোটপর্দা থেকে বড়পর্দা সর্বত্র৷ 

স্কুল শেষ হতেই মডেলিং শুরু৷ তারপর কালার্স বাংলায় মনসা ধারাবাহিকে দেবী অপ্সরার চরিত্রে লুক টেস্ট এর খবর বন্ধুর মারফত শুনে নতুন কিছু করার ইচ্ছেয় যাওয়া৷ প্রথাগত অভিনয়ের শিক্ষা না থেকেও মনের মধ্যে সুপ্ত ইচ্ছে ছিল৷ সেই ইচ্ছে পূর্ণ হল। প্রথম লুক টেস্টেই সফলতার সঙ্গে উত্তীর্ণ হলেন মাহি৷ 

মনসা করতে করতেই স্টার জলসায় সুরিন্দর ফিল্মস এর ওম নমঃ শিবায় ধারাবাহিকে শিব ও সতীর কন্যার চরিত্রে অভিনয়ের সুযোগ আসে। তারপর সেখান থেকে সাত ভাই চম্পাতে পরীরাণীর চরিত্রের সুযোগ আসে৷ পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশের বহু মানুষের ভালোবাসা পান মাহি৷ জি বাংলার সঙ্গে এটাই প্রথম কাজ মাহির৷

এরপর পরীক্ষা পড়াশুনা ইত্যাদির কারণে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার কথা ভাবলেও অভিনয় ছাড়েনি মাহিকে৷ স্নেহাশিস চক্রবর্তী সান বাংলা চ্যানেলে কনেবউ ধারাবাহিকে নায়িকার বোনের চরিত্রে অভিনয়ের জন্য নির্বাচন করেন মাহিকে৷ এরপর সুযোগ এল যমুনা ঢাকিতে অভিনয়ের৷ যমুনা ঢাকিতে কাজ করার সুবাদে মাহির জনপ্রিয়তা অনেকটাই বৃদ্ধি পায়৷  তরুণ পরিচালক সপ্তাশ্ব বসুর সিনেমা দেখতে গিয়েই সিনেমার সূত্রে কথাবার্তা হতে হতেই সপ্তাশ্ব বসু পরিচালিত সিনেমায় কাজের সুযোগ আসে৷ 

প্রতিদ্বন্দ্বী এবং আগামী দিনে আসতে চলেছে ড. বক্সী দুটি ছবিতেই মাহি অভিনয় করেন৷ সম্প্রতি সুরিন্দর ফিল্মস এর  জয় জগন্নাথ এর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মাহি৷ তার কাছে কাজের মূলমন্ত্র হাল না ছাড়া, সততার সঙ্গে চেষ্টা এবং চ্যালেঞ্জ নেওয়া৷ জীবনে নানারকম সময় এবং পরিস্থিতি আসতেই পারে কিন্তু কাজটাকে ভালবেসে প্রতিমুহূর্তে নতুন কিছু শেখার জন্য উন্মুখ থাকেন মাহি। তাই প্রথাগত শিক্ষায় ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকলেও অভিনয়কে পেশা এবং নেশা করেছেন মাহি৷

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages