৫৫ বছরের সফলতার উদযাপনে অরিফ্লেম এবার কলকাতায় - Life of Calcutta

Post Top Ad

Responsive Ads Here

৫৫ বছরের সফলতার উদযাপনে অরিফ্লেম এবার কলকাতায়

Share This
কলকাতা: অরিফ্লেম হল একটি উন্নত মানের স্বদেশী বিউটি ব্র্যান্ড। দীর্ঘ ৫৫ বছরের ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যারা ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছেন এবং তারা এই বহুল যাত্রাপথে যে সফলতা সে উপলক্ষে তাদের নতুন ভাবনা ' একসঙ্গে আগামীর প্রতি ' যা নিয়ে তারা একসাথে আন্তরিকভাবে সামনে এগিয়ে যাচ্ছে ।
একটি সহযোগিতাপূর্ন সংযোজকশীল ভবিষ্যত সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা এই কলকাতার মতো ব্যস্ততম শহরে তাদের নতুন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার জন্যে একটি অনুষ্ঠানের বন্দোবস্ত করেছে, যা অনুষ্ঠিত হয়েছে অরিফ্লেম ইণ্ডিয়া প্রা: লি: , ১০/৪ এ , লালা লাজপত রায় সরণি, কলকাতা - ২০। ৫৫০০ স্কোয়ার ফিট জায়গা জুড়ে তৈরি তাদের এই নতুন প্রতিষ্ঠানে আলাদা প্রশিক্ষণ ও মিটিং রুম থাকছে । সৌন্দর্যের জগতে তাদের ৫৫ বছরের এই লম্বা পথে তারা সৌন্দর্যের ব্যাখ্যাকে এক আলাদা পর্যায়ে পৌঁছে দিয়েছে । তবে বর্তমান যুগের সাথে সামঞ্জস্য রেখে , তাদের এই মিলিত কাজকে ত্বরান্বিত করার উদ্দেশ্যে আরও নতুন ভাবনা আনতে চলেছে। 
এই প্রতিষ্ঠান তাদের নেতৃত্ব ও ব্র্যান্ড অংশীদারদের আরও সুপ্রতিষ্ঠিত ক্ষমতা প্রদানের মাধ্যমে তারা তাদের বিকাশ ঘটাতে চায়। এটি অবশ্য তাদের প্রতি মানুষের যে এই বিশ্বাস , তা বজায় রাখতে সাহায্য করবে। অরিফ্লেম তাদের অংশীদারদের স্বপ্নকে পূর্ণ করবে এবং দেশের মধ্যে বিশ্বাসযোগ্য ও অভিজ্ঞতাসম্পূন্ন একটি ব্র্যান্ড হয়ে উঠবে । প্রশিক্ষণ ও আলোচনার মাধ্যমে তারা ক্রেতাদের প্রতি দায়বদ্ধতা ও বিশ্বাসকে আরও ত্বরান্বিত করবে। 
এই নতুন প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে মি: ফেডারিক ওইডেল ( ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ সাউথ এশিয়া , এম ডি  অরিফ্লেম ইণ্ডিয়া) বলেছেন " আমরা রোমাঞ্চকতার সাথে ঘোষণা করছি যে আমাদের নতুন প্রতিষ্ঠান যেটি মধ্য কলকাতায় প্রতিষ্ঠত হতে যাচ্ছে ,  তা  ৫৫ বছরের আমাদের এই অভিজ্ঞতা এবং আমাদের এই সফল যাত্রাকে রূপ দিতে চলেছে। আমরা শহরের মানুষের সৌন্দর্য সম্পর্কিত সমস্ত চাহিদাই পূরণ করব । যাতে তারা বলে এর থেকে আর সুন্দর প্রতিষ্ঠান শহরে আর নেই , যা একটি গড়ে উঠা শহরকেও পূর্ণতা প্রদান করবে।
অরিফ্লেম সম্পর্কে :-
অরিফ্লেম একটি স্বদেশী , সরাসরি প্রসাধনী বিক্রয়কারী একটি ব্র্যান্ড , যা ৬০ টিরও বেশি দেশে কাজ করছে । ১৯৬৭ সালে লোকেদের চাহিদার কথা মাথায় রেখে সম্পূর্ন প্রাকিতিক বিউটি প্রোডাক্ট তৈরি করা শুরু করে । 
অরিফ্লেম গোটা বিশ্বে আরও অনেক সমাজসেবামূলক কাজও করে থাকে এবং এরা কো ফাউন্ডার বিশ্ব শিশু ফাউন্ডেশন মতো সংস্থার । ভারতবর্ষে, অরিফ্লেম মেয়েদের শিক্ষাকে ত্বরান্বিত করার জন্যে দেপাপাল্য( আই এস ও ৯০০১:২০০৮ সার্টিফায়েড বেসরকারি সংস্থা ) এর সাথে সহযোগিতা করে কাজ করে। এর দ্বারা  অরিফ্লেম ৭০০০ গরীব মেয়েদের প্রশিক্ষণ দেবার উদ্দেশ্যে আজও কাজ করে যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

Pages