এবার প্রতিশ্রুতিবান ফ্যাশান ডিজাইনার প্রমিত মুখার্জির তসম্ ফ্যাশান স্টুডিওর জন্য থীমসং গাইলেন জাতীয় পুরস্কার বিজয়ী গায়ক রূপঙ্কর বাগচী। সম্প্রতি প্রেস ক্লাবে থীমসং এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। উপস্থিত ছিলেন গৌতম দে, সুচেতনা দে, তমোজ্যোতি মুখোপাধ্যায়, অভিজিৎ পাল, প্রদ্যুৎ মুখার্জী, প্রণব চন্দ্র, জসমিত সিং অরোরা, সুচরিতা মুখার্জি প্রমুখ। 'দিন বদলের স্বপ্ন চাই,নতুন কিছু করতে চাই' - থীমসংটির কথা ও সুর অভিজিৎ পালের।
তসম্ ফ্যাশন স্টুডিওর কর্ণধার প্রমিত মুখার্জি জানালেন, 'প্রত্যেক কোম্পানিরই নিজস্ব একটা ব্র্যান্ড থিম সং থাকে। তসম্ কে আরও গুরুত্বপূর্ণ করে তুলতে এই পদক্ষেপ। তাছাড়া এই থিম সং টি মিউজিক ভিডিও অ্যালবাম হিসেবে প্রকাশ করার আরও একটি কারণ রয়েছে। শুধুমাত্র রাম্প ছাড়াও পোশাককে আরও কত রকম ভাবে ডিসপ্লে করা যায়, সেই ভাবনা থেকেই থিম সং এর মিউজিক ভিডিও অ্যালবাম করার পরিকল্পনা মাথায় আসে।
রূপঙ্কর বাগচীর পোষাকটিও আমি নিজে ডিজাইন করেছি। এছাড়াও ভিডিও অ্যালবামে অন্যান্যদের পোষাকের ডিজাইনও তসম্ থেকে করা হয়েছে'। রূপঙ্কর ছাড়াও এই মিউজিক ভিডিও অ্যালবামে রয়েছেন মডেল অজন্তা, প্রতীক, পুনম, ঋষিতা। অভিজিৎ, প্রীতম এবং প্রমিত মুখার্জী স্বয়ং।
No comments:
Post a Comment